এক্সপ্লোর
Durand Cup Derby: ম্যাচ পরিত্যক্ত, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগান
East Bengal vs Mohun Bagan Super Giant: বাতিল করে দেওয়া হল চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্বের কলকাতা ডার্বি। বাংলার ফুটবলের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার সন্ধ্যায়।
ডার্বি পরিত্যক্ত। - পিটিআই
1/10

বাতিল করে দেওয়া হল চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্বের কলকাতা ডার্বি। বাংলার ফুটবলের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার সন্ধ্যায়।
2/10

কিন্তু শনিবার দুপুরে ডুরান্ড কাপ আয়োজক কমিটি তা বাতিল করে দেয়। এই ম্যাচে পয়েন্ট ভাগ হয়ে যাওয়ায় দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।
3/10

তিন ম্যাচে সাত পয়েন্ট করে পেয়ে গ্রুপ ‘এ’-র প্রথম দুই স্থানে রয়েছে কলকাতার দুই দল।
4/10

তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে মোহনবাগান। তাদের গোলপার্থক্য যেখানে ৭, সেখানে ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ৪। ফলে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল মোহনবাগান।
5/10

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ছ’টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি কোয়ার্টার ফাইনালে উঠেছে। দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা দু’টি দলেরও শেষ আটে যাওয়ার কথা।
6/10

গ্রুপ ‘এফ’ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট ও ৬ গোলপার্থক্য নিয়ে আগেই শেষ আটে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব এফসি। গ্রুপ ‘এ’ থেকে সাত পয়েন্ট ও ৪ গোল পার্থক্য নিয়ে নক আউট পর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গলও।
7/10

দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে এফসি গোয়াও সাত পয়েন্ট অর্জন করে। কিন্তু শনিবার তারা শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করায় তাদের গোলপার্থক্য ২ রয়ে যায়। ফলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
8/10

বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, ভারতীয় সেনাবাহিনী, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং পাঞ্জাব এফসি শেষ আটে পৌঁছে গিয়েছিল এর আগেই।
9/10

গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘এফ’-এর ফয়সালা হওয়া বাকি ছিল। শনিবারের ম্যাচের পর বাকি তিনটি শূন্যস্থানও পূরণ হয়ে গেল।
10/10

পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ডুরান্ড কাপে (Durand Cup) রবিবাসরীয় ডার্বি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ডুরান্ড কাপের আয়োজক কমিটি জানিয়েছে, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। তথ্যসূত্র: আইএসএল মিডিয়া (ছবি - পিটিআই)
Published at : 17 Aug 2024 11:47 PM (IST)
View More
Advertisement
Advertisement






















