এক্সপ্লোর
Advertisement

Lionel Messi: জার্সির পাওয়ার লোভে লিওনেল মেসিকে হলুদ কার্ড দেখাননি রেফারি!
Lionel Messi Jersey: ২০০৭ সালে মেক্সিকোর বিরুদ্ধে কোপা আমেরিকার ম্যাচে মেসিকে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখানো থেকে বিরত থাকেন বলে জানান চান্ডিয়া।

জার্সি উপহারের বদলে মেসিকে বাড়তি ছাড় দেন রেফারি? (ছবি: মেসির ফেসুবক)
1/11

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার কে? অনেকেরই জবাব লিওনেল মেসি।
2/11

আর্জেন্তাইন মহাতারকার এক ঝলক, এক ছবি, তাঁর জার্সি পাওয়ার জন্য অপেক্ষায় থাকে তাঁর আপামর সমর্থকগোষ্ঠী।
3/11

কিন্তু একজন রেফারি মেসির জার্সি পাওয়ার জন্য যা করলেন, তাতে বিস্মিত গোটা ফুটবলবিশ্ব।
4/11

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেফারি কার্লোস চান্ডিয়া দাবি করেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেসিকে হলুদ কার্ড দেখাননি।
5/11

তাঁর পরিবর্তে উপহার ছিল মেসির জার্সি।
6/11

চান্ডিয়া জানান ২০০৭ সালের কোপা আমেরিকার সময় মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে এই ঘটনাটি ঘটে।
7/11

সেমিফাইনালে মেসি আগেই হলুদ কার্ড দেখেছিলেন। আরেকটি হলুদ কার্ড দেখলে তিনি ফাইনালে নামতে পারতেন না।
8/11

লাল কার্ড দেখায় পরের ম্য়াচের জন্য় নির্বাসিত হতেন মেসি।
9/11

সেই কারণেই মেসিকে হলুদ কার্ড দেখাননি তিনি। পরিবর্তে তাঁর জার্সি উপহার চান সেই রেফারি। এই ঘটনায় বিতর্কের ঝড়।
10/11

ম্যাচের আড়াই মিনিট বাকি থাকায় অবস্থায় মেসি হ্যান্ডবল করেন। গোলের সুযোগ রোখার জন্য তাঁর হলুদ কার্ড প্রাপ্য হলেও, তাঁকে হলুদ কার্ড দেখানো হয়নি। সেই সময় লা আলবিসেলেস্তে ম্যাচে ৩-০ এগিয়ে ছিল।
11/11

মেসি এর পরিবর্তে কথামতো রেফারিকে তাঁর জার্সি উপহার দেন। মাঠেই রেফারিকে জার্সি দিতে চাইলে তা চান্ডিয়া সঙ্গত কারণেই নেননি। পরে সাজঘরে মেসির তরফে এই বিশেষ উপহারটি তাঁকে দেওয়া হয়। ছবি- মেসির ফেসবুক
Published at : 22 Sep 2024 02:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
