এক্সপ্লোর
World Cup 2022: মেসি, রোনাল্ডোই শুধু নন, কাতারেই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন এই ফুটবলাররাও
Qatar World Cup 2022: চলতি বছরের শেষে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে এবার বসতে চলেছে এই টুর্নামেন্ট। অসংখ্য তারকা ফুটবলার রয়েছেন যাঁরা এবারই তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন।
![Qatar World Cup 2022: চলতি বছরের শেষে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে এবার বসতে চলেছে এই টুর্নামেন্ট। অসংখ্য তারকা ফুটবলার রয়েছেন যাঁরা এবারই তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/303c90f236b4aff07e99423d991ec56d1660463847429206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তালিকায় রোনাল্ডো ও মেসি
1/10
![ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জেমার এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। রাশিয়া বিশ্বকাপে দলে ছিলেন না। কিন্তু ৩৪ বছরের এই স্ট্রাইকার কাতার বিশ্বকাপে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী দলের হয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/10964c1941f1985bbc67ffdfaaae3efd86b35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেঞ্জেমার এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। রাশিয়া বিশ্বকাপে দলে ছিলেন না। কিন্তু ৩৪ বছরের এই স্ট্রাইকার কাতার বিশ্বকাপে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী দলের হয়ে।
2/10
![বয়স ৩৭। ২০১৮ বিশ্বকাপের পরই জানিয়ে দিয়েছিলেন যে কাতারে তিনি শেষবার মাঠে নামবেন। সেই মতো আসন্ন বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ হতে চলেছে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/0a0336cb8fdd5185c29e8ca2b72e4b27294fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বয়স ৩৭। ২০১৮ বিশ্বকাপের পরই জানিয়ে দিয়েছিলেন যে কাতারে তিনি শেষবার মাঠে নামবেন। সেই মতো আসন্ন বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ হতে চলেছে কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
3/10
![উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন। হয়ত নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপটাই কাতারে খেলতে নামবেন লুইস সুয়ারেজ। দেশের জার্সিতে সর্বাধিক ৫৫টি গোল করেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/a6b7debae1241f591fc7b17d97b94874e630b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন। হয়ত নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপটাই কাতারে খেলতে নামবেন লুইস সুয়ারেজ। দেশের জার্সিতে সর্বাধিক ৫৫টি গোল করেছেন তিনি।
4/10
![স্পেনের ডিফেন্স লাইনের অভিজ্ঞ সৈনিক। তবে সাম্প্রতিক ফর্ম একদমই ভাল নয় র্যামোসের। তাই ৩৬ বছরের এই ফুটবলারকে কাতারেই শেষবার দেখা যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/1e5eb9114f5beebd31e5a14dfbed440482e3b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্পেনের ডিফেন্স লাইনের অভিজ্ঞ সৈনিক। তবে সাম্প্রতিক ফর্ম একদমই ভাল নয় র্যামোসের। তাই ৩৬ বছরের এই ফুটবলারকে কাতারেই শেষবার দেখা যেতে পারে।
5/10
![২০০৮ সাল থেকে ফ্রান্স ফুটবল দলের হয়ে খেলছেন। দেশের জার্সিতে সর্বাধিক ১০৮টি ম্যাচ খেলেছেন। হুগো লরিসের জন্যও এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/f056c3b8b0629f84330af158906386d6574df.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০০৮ সাল থেকে ফ্রান্স ফুটবল দলের হয়ে খেলছেন। দেশের জার্সিতে সর্বাধিক ১০৮টি ম্যাচ খেলেছেন। হুগো লরিসের জন্যও এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে।
6/10
![গত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে রানার্স আপ হওয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক ছিলেন লুকা মদ্রিচ। ৩৬ বছরের লুকা মদ্রিচ ২০১৮ ব্যালন ডি অঁর জিতেছিলেন। ৩৬ বছরের মদ্রিচও কাতারেই শেষবার মাঠে নামতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/54435aba31df4a9203cb5a23b49b6e80e2549.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে রানার্স আপ হওয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক ছিলেন লুকা মদ্রিচ। ৩৬ বছরের লুকা মদ্রিচ ২০১৮ ব্যালন ডি অঁর জিতেছিলেন। ৩৬ বছরের মদ্রিচও কাতারেই শেষবার মাঠে নামতে পারেন।
7/10
![পোল্যান্ডের জার্সিতে ২০২২ বিশ্বকাপে খেলতে দেখা যাবে রবার্ট লেওয়ানডস্কিকে। ২০২৬ বিশ্বকাপের সময় লেওয়ানডস্কির বয়স হবে ৩৭ বছর। সেই বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে এই স্ট্রাইকারকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/6e9ab512b3a25a375e358d4d68f4e1757e537.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পোল্যান্ডের জার্সিতে ২০২২ বিশ্বকাপে খেলতে দেখা যাবে রবার্ট লেওয়ানডস্কিকে। ২০২৬ বিশ্বকাপের সময় লেওয়ানডস্কির বয়স হবে ৩৭ বছর। সেই বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে এই স্ট্রাইকারকে।
8/10
![তালিকায় অবশ্যই নাম রয়েছেন লিওনেল মেসির। ৩৪ বছর বয়স। ২০১৪ সালে আর্জেন্তিনাকে ফাইনালে তুলেছিলেন। আগামী বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দিয়ে অবসরের পথে হাঁটতে পারেন ফুটবলের যুবরাজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/9c9c89638f3619ac04f85bc9d93b22aae52a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তালিকায় অবশ্যই নাম রয়েছেন লিওনেল মেসির। ৩৪ বছর বয়স। ২০১৪ সালে আর্জেন্তিনাকে ফাইনালে তুলেছিলেন। আগামী বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দিয়ে অবসরের পথে হাঁটতে পারেন ফুটবলের যুবরাজ।
9/10
![জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ৩৬ বছরের ন্যুয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে কাতার বিশ্বকাপই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/a4879cd7a659342131ec6a8aad6678cb40048.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ৩৬ বছরের ন্যুয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে কাতার বিশ্বকাপই।
10/10
![স্পেনের জার্সিতে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন সের্জিও বুস্কেটস। এই মুহূর্তে তাঁর বয়স ৩৪। এই মিডফিল্ডারও শেষ বিশ্বকাপ খেলতে নামতে পারেন কাতারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/8f6fefc8bdd69e9c55d7b0626cdd44e2ceb03.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্পেনের জার্সিতে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন সের্জিও বুস্কেটস। এই মুহূর্তে তাঁর বয়স ৩৪। এই মিডফিল্ডারও শেষ বিশ্বকাপ খেলতে নামতে পারেন কাতারে।
Published at : 14 Aug 2022 01:28 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)