এক্সপ্লোর
India Tour of Sri Lanka: সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছল মেন ইন ব্লু, ১ জুলাই পর্যন্ত কোয়ারেন্টিনে ক্রিকেটাররা

সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছল মেন ইন ব্লু
1/6

সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছল শিখর ধবনের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সিনিয়রদের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া দলে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
2/6

এই দলে রয়েছেন দেবদত্ত পড়িক্কল, চেতন সাকারিয়া, ঋতুরাজ গায়কোয়াড় -- যাঁরা প্রথমবার ভারতীয় সিনিয়র দলে জায়গা পেয়েছন। এই সফরের জন্য ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
3/6

তারকা অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্য ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে লেখেন, শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছলাম। ট্যুইটারে কিছু ছবি শেয়ার করে ক্রিকেটারদের পৌঁছনোর খবর ঘোষণা করে বিসিসিআই। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
4/6

টেস্ট টিমের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাই তরুণ ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন শিখর। দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
5/6

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ১ জুলাই পর্যন্ত কঠোর কোয়ারেন্টিনে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর, ২ থেকে ৪ তারিখ হাল্কা অনুশীলন করবে টিম ইন্ডিয়া। ৫ তারিখ থেকে পুরোদমে অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
6/6

একদিনের সিরিজ দিয়ে এই সফর শুরু করবে ভারত। তিনটি একদিনের ম্যাচ হবে। প্রথম ম্যাচ ১৩ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ জুলাই। এরপর সমসংখ্যক টি-২০ ম্যাচের সিরিজও হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে। যা শুরু হবে ২১ জুলাই। ছবি সৌজন্য - বিসিসিআই ট্যুইটার
Published at : 29 Jun 2021 04:09 PM (IST)
Tags :
Sri Lanka Vs India IND Vs SL BCCI India VS Sri Lanka Cricket News BCCI News India Vs Sri Lanka 2021 India Tour Of Sri Lanka IND V SL SL Vs IND India Vs Sri Lanka 2021 Match India Vs Sri Lanka 2021 Match Schedule India Vs Sri Lanka ODI India Vs Sri Lanka Series 2021 India Vs Sri Lanka T20 India Vs Sri Lanka Squad 2021 India Vs Sri Lanka 2021 Player List India Vs Sri Lanka Match Time BCCI Twitter Team India News Team India Picsআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
