এক্সপ্লোর
IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে রাজকীয় জয়ে একগুচ্ছ রেকর্ড
India vs England 3rd Test: তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানের ব্যবধানে হারায় ভারতীয় দল।
দুরন্ত জয়ে ভারতের একগুচ্ছ রেকর্ড (ছবি: পিটিআই)
1/9

তিনি যে ভারতীয় ক্রিকেটের তথাকথিত 'নেক্সট বিগ থিং' তা বহুদিন থেকেই সকলের মুখে মুখে শোনা যাচ্ছিল। ২২ বছরের যশস্বী দিন-প্রতিদিন প্রমাণ করছেন, তিনি শুধু ভবিষ্যত নন, টিম ইন্ডিয়ার বর্তমানও।
2/9

রাজকোটে যশস্বীর ব্যাট থেকে এল এক চোখধাঁধানো দ্বিশতরান। এই অনবদ্য ইনিংসের সুবাদেই একাধিক তালিকায় সামিল হলেন তিনি। গড়লেন বিশ্বরেকর্ডও।
Published at : 18 Feb 2024 11:13 PM (IST)
আরও দেখুন






















