এক্সপ্লোর
IPL 2024: ব্যাটে-বলে সিএসকের নায়ক জাডেজা, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট টেবিলে লম্বা লাফ রুতুরাজদের
PBKS vs CSK: রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাঞ্জাব। বেয়ারস্টোকে ফিরিয়ে দেন তুষার দেশপাণ্ডে। এছাড়া মাঝের ওভার গুলোতে জাডেজা ও স্যান্টনার মিলে পাঞ্জাবের রান চেপে দেন।

উইকেট পাওয়ার পর উচ্ছ্বস জাডেজার (ছবি পিটিআই)
1/9

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। ২৮ রানে জয় পেল হলুদ জার্সিধারীরা।
2/9

ব্যাটে বলে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্স রবীন্দ্র জাডেজার। ব্যাট হাতে ২১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ভারতীয় অলরাউন্ডার। নিজের ইনিংসে
3/9

প্রথমে ব্যাট করতে নেমে ১৬৯ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি চেন্নাই। রুতুরাজ ৩২ রানের ইনিংস খেলেন।
4/9

এদিন খাতা খুলতেই পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি। নিজের প্রথম বলেই হর্ষল পটেল বোল্ড করে দেন।
5/9

পাঞ্জাব বোলারদের মধ্যে রাহুল চাহার ও হর্ষল ২ জনেই তিনটি করে উইকেট নেন। সিএসকের শিবম দুবে এদিন শূন্য রানেই আউট হন।
6/9

হর্ষল পটেল এদিন নিজের ৪ ওভারের স্পেলে ২৪ রান খরচ করে ৩ উইকেট নেন।
7/9

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাঞ্জাব। বেয়ারস্টোকে ফিরিয়ে দেন তুষার দেশপাণ্ডে।
8/9

তুষার দেশপাণ্ডে পাওয়ার প্লে-তেই পাঞ্জাব ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে দেন। রিলি রসৌকে ফিরিয়ে দেন সেই ওভারেই। খাতা খোলার আগেই ফেরেন রসৌ।
9/9

মিচেল স্যান্টনার ৩ ওভারে ১০ রান দিয় ১ উইকেট নেন। জাডেজা ৪ ওভারে ২০ রান খরচ করে ৩ উইকেট নেন। পয়েন্ট টেবিলে তিনে উঠে এল সিএসকে। আটে নেমে গেল পাঞ্জাব।
Published at : 05 May 2024 10:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
