এক্সপ্লোর
IPL 2024: ওঁরাই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, আইপিএলের সেরা আনক্যাপড একাদশে কে কে থাকতে পারেন?
ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তাঁরা। এবারের আইপিএলে পারফরম্য়ান্সের ভিত্তিতে সেরা আনক্যাপড একাদশ গড়ে তোলা হল। আপনিও কি এই দলের সঙ্গে সহমত?

তালিকায় আশুতোষ ও ময়ঙ্কও রয়েছেন
1/11

ওপেনিং স্লটে অবশ্যই থাকবেন অভিষেক শর্মা। ১৪ ইনিংসে ৪৮৪ রান করেছেন। ঝুলিতে টুর্নামেন্টের সর্বাধিক ৪১টি ছক্কা। বাঁহাতি তারকা অবশ্যই থাকবেন একাদশে।
2/11

অভিষেক পোড়েল থাকবেন দ্বিতীয় ওপেনার হিসেবে। উইকেট কিপার হিসেবেও দলে জায়গা পাবেন দিল্লির তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে ৩২৭ রান করেছেন তিনি।
3/11

রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ অধিনায়ক হিসেবে খেলবেন। ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মরশুমের সর্বাধিক ৫৭৩ রান করেছেন এবার রিয়ান।
4/11

চার নম্বর পজিশনে খেলবেন সানরাইজার্সের নীতিশ রেড্ডি। ঝুলিতে ২৯০ রান ও তিন উইকেট নিয়েছেন পুরেছেন।
5/11

শশাঙ্ক সিংহ ৩৫৪ রান করেছেন গত আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে। তিনি পাঁচ নম্বর পজিশনে খেলতে নামবেন।
6/11

ফিনিশার হিসেবে খেলবেন আশুতোষ শর্মা। লোয়ার অর্ডারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।
7/11

আইপিএল জয়ী কেকেআরের রমনদীপ সিংহকেও ফিনিশার হিসেবে ব্য়বহার করা হতে পারে। লোয়ার অর্ডারে নেমে বড় বড় শট খেলার ক্ষমতা রাখেন এই তরুণ।
8/11

স্পিনার হিসেবে থাকবেন আরসিবির স্বপ্নিল সিংহ। ৭ ম্য়াচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
9/11

পেস জুটিকে নেতৃত্ব দেবেন হর্ষিত রানা। ১২ ম্য়াচে ১৭ উইকেট নিয়ে জাতীয় দলে ঢোকার প্রবল দাবিদার হয়ে উঠছেন এই তরুণ পেসার।
10/11

যশ দয়াল রয়েছেন তালিকায়। আরসিবির জার্সিতে এবার ১৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।
11/11

ময়ঙ্ক যাদব রয়েছেন তালিকায়। মাত্র তিন ম্য়াচ খেলার সুযোগ পেয়েছেন। ঝুলিতে সাত উইকেট। দেড়শো কিমির ওপর গতি, বাউন্স, নিঁখুত লাইন ময়ঙ্কের প্রধান অস্ত্র।
Published at : 27 May 2024 04:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
