এক্সপ্লোর
Dinesh Karthik: ধোনির আগেই ২২ গজে উত্থান, তবুও কেরিয়ারে মাহির ছায়া হয়েই থেকে গিয়েছিলেন কার্তিক
Dinesh Karthik Retirement: ২০০৪ সালে টেস্ট ক্রিকেটে ও ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক। কিন্তু সেই একই সময় মহেন্দ্র সিংহ ধোনিও আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন।
আরসিবির জার্সিতে শেষ আইপিএল ম্য়াচ খেলে ফেলেন কার্তিক (ছবি এএনআই)
1/10

গতকালই আইপিএলে শেষ ম্য়াচটি খেলে ফেললেন দীনেশ কার্তিক। আরসিবির বিরুদ্ধে ম্য়াচের পর গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার।
2/10

২০২২ সালে আরসিবিতে যোগ দেওয়ার পর থেকে ফিনিশার হিসেবে দায়িত্ব সামলেছেন এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। এর আগে কেকেআর, দিল্লি, পাঞ্জাব, মুম্বই, গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন।
Published at : 23 May 2024 09:11 PM (IST)
আরও দেখুন






















