এক্সপ্লোর
IPL 2024: নাচের ক্লাস থেকে বিয়ের পিঁড়ি, চাহাল-ধনশ্রীর প্রেমকাহিনি সিনেমার গল্পের মতো
Chahal Dhanashree Love Story: একজন ক্রিকেটার। অন্যজন চিকিৎসক হওয়ার পাশাপাশি পেশাদার কোরিওগ্রাফারও। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। দুজনের প্রেমকাহিনি সিনেমার গল্পের মতো।
প্রেম থেকে বিয়ে, চাহাল-ধনশ্রীর সম্পর্কের গল্প। - ধনশ্রীর সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি
1/10

একজন ক্রিকেটার। অন্যজন চিকিৎসক হওয়ার পাশাপাশি পেশাদার কোরিওগ্রাফারও। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। দুজনের প্রেমকাহিনি সিনেমার গল্পের মতো।
2/10

করোনা লকডাউন পর্বে ভার্চুয়ালি দুজনের আলাপ হয়। ইনস্টাগ্রামে ধনশ্রীর রিল দেখে যোগাযোগ করেন চাহাল। তাঁর কাছে নাচ শিখতে চান।
3/10

দেখা হওয়ার আগে চাহালকে চিনতেন না ধনশ্রী। তিনি যে ক্রিকেট খেলেন, সেই সম্পর্কেও অবগত ছিলেন না।
4/10

দু'মাস ধনশ্রীর কাছে নাচের ক্লাস করেন হরিয়ানার লেগস্পিনার।
5/10

ততদিনে একে অপরের ভাল বন্ধু হয়ে উঠেছেন চাহাল ও ধনশ্রী। ঘনিষ্ঠতা বাড়ে দুজনের।
6/10

একদিন সন্ধ্যায় চাহাল মেসেজ করে ধনশ্রীর কাছে জানতে চান, সুখী হওয়ার উপায় কী। তারপর থেকেই নিয়মিত কথাবার্তা শুরু হয় দুজনের।
7/10

একদিন চাহাল সরাসরি বিয়ের প্রস্তাব দেন ধনশ্রীকে। রাজি হয়ে যান ধনশ্রী।
8/10

নিজের মাকে সম্পর্কের কথা জানান ধনশ্রী। তিন মাস প্রেম করার পর বাগদান হয় দুজনের।
9/10

২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দুজনের।
10/10

চাহালের সঙ্গেও এখন মাঝে মধ্যে রিল বানাতে দেখা যায় ধনশ্রীকে। বেশ জনপ্রিয় এই জুটি। ছবি - ধনশ্রী ও চাহালের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
Published at : 06 Apr 2024 08:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















