এক্সপ্লোর
IPL Auction: চড়া দর চাইছেন, আইপিএলের নিলামে ঝড় তুলতে পারেন যে দশ তারকা
IPL 2025: ন্যূনতম ২ কোটি টাকা দর রেখেছেন আবেশ খান, ক্রুণাল পাণ্ড্য, দীপক চাহার, খলিল আমেদ, ভুবনেশ্বর, প্রসিদ্ধ কৃষ্ণ, নটরাজন, পড়িক্কল, হর্ষল পটেল, অর্শদীপ, ওয়াশিংটন, শার্দুল, সিরাজ ও উমেশ যাদব।

আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন যাঁরা। - পিটিআই
1/10

তাঁর বলের বৈচিত্র আর পরীক্ষা-নিরীক্ষার জন্য অনেকে ডাকেন প্রফেসর বলে। সেই আর অশ্বিনকে এবার রিটেন করেনি রাজস্থান রয়্যালস। নিলামে অশ্বিনের প্রারম্ভিক মূল্যই ২ কোটি টাকা। তামিলনাড়ুর অফস্পিনারকে কিনতে চড়া দাম দিতে হবে যে কোনও দলকে।
2/10

রাঁচির উইকেটকিপার ঈশান কিষাণ ব্যাট হাতেও বিধ্বংসী হয়ে উঠতে পারেন। রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন রাঁচির তরুণ। শেষ পর্যন্ত কত দাম পাবেন?
3/10

সাড়ে পাঁচ কোটি টাকা দাম দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। গত আইপিএলে ইতিহাস গড়েছিলেন মুকেশ কুমার। বাংলার কোনও ক্রিকেটার তাঁর আগে আইপিএলে এত দাম পাননি। এবার তাঁকে ছেড়ে দিয়েছে দিল্লি। মুকেশ কুমার ন্যূনতম দর রেখেছেন ২ কোটি টাকা।
4/10

কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য। সেই বেঙ্কটেশ আইয়ারকে রাখেনি কেকেআর। নিলামে আইয়ারের ন্যূনতম দাম ২ কোটি টাকা। তবে দর চড়তে পারে আকাশছোঁয়া।
5/10

পরের আইপিএল নিলামের সবচেয়ে বড় চমক হতে পারেন ঋষভ পন্থ। দিল্লি ছেড়ে দিয়েছে। ২ কোটি টাকা ন্যূনতম দাম। তবে অনেকের মতে, পন্থের জন্য দর কষাকষি সর্বকালীন রেকর্ড গড়তে পারে।
6/10

তুমুল আগ্রহ রয়েছে কে এল রাহুলকে নিয়েও। ছেড়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২ কোটি টাকা দাম রেখেছেন নিলামে। শেষ পর্যন্ত কত দাম পাবেন রাহুল?
7/10

২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর আর মাঠে নামেননি মহম্মদ শামি। তিনি কতটা ম্যাচ ফিট, প্রশ্ন রয়েছে। ডানহাতি পেসারকে ছেড়ে দিয়েছে মহম্মদ শামি। তবে আইপিএলে ২ কোটি টাকা বেস প্রাইস রেখে যাচ্ছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার।
8/10

অধিনায়ক হিসাবে গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। তবে শ্রেয়স আইয়ারকে রাখেনি কেকেআর। নিলামে ন্যূনতম দাম ২ কোটি টাকা। হাড্ডাহাড্ডি লড়াই বাঁধতে পারে মুম্বইয়ের তারকার জন্য।
9/10

টি-২০ ক্রিকেটের স্পেশ্যালিস্ট যুজবেন্দ্র চাহাল। ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে চাহালের বেস প্রাইস ২ কোটি টাকা। হতে পারে জোর দড়ি টানাটানি।
10/10

এছাড়াও ন্যূনতম ২ কোটি টাকা দর রেখেছেন আবেশ খান, ক্রুণাল পাণ্ড্য, দীপক চাহার, খলিল আমেদ, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, দেবদত্ত পড়িক্কল, হর্ষল পটেল, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব। ছবি - পিটিআই
Published at : 06 Nov 2024 06:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
