এক্সপ্লোর
Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জিতেই ইতিহাসের সফলতম ফুটবলার হয়ে গেলেন মেসি
Inter Miami: পেনাল্টিতে ন্যাশভিলকে হারিয়ে লিগস কাপ জিতল ইন্টার মায়ামি।
মেসিকে মাথায় তুলে ইন্টার মায়ামি সতীর্থদের উচ্ছ্বাস (ছবি: ইন্টার মায়ামি এক্স)
1/8

লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে ম্যাচ ন্যাশভিলকে পরাজিত করল ইন্টার মায়ামি।
2/8

নির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ১০-৯ ম্যাচ জিতে নেয় মার্কিন মুলুকের ক্লাবটি।
3/8

ম্যাচে ফের একবার ইন্টারের হয়ে গোল করেন মেসি। এই নিয়ে লিগস কাপে টানা সাত ম্যাচে গোল করলেন আর্জেন্তাইন।
4/8

এই নিয়ে সাত ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ১০ গোল করে ফেললেন মেসি। হয়ে গেলেন ইন্টারের সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
5/8

তবে ২৩ মিনিটে মেসির গোলের জবাবে ফাফা ৫৭ মিনিটে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান। কিন্তু শেষ হাসি হাসে ইন্টার মায়ামিই।
6/8

এটাই নতুন ক্লাবের হয়ে মেসির প্রথম ট্রফিজয়। এই নিয়ে তাঁর কেরিয়ারে ৪৪টি ট্রফি জিতেনিলেন মেসি, যা কোনও ফুটবলারের জন্য সর্বকালের সর্বোচ্চ।
7/8

খেতাব জয়ের পর উচ্ছ্বসিত সতীর্থরা মেসিকে মাথায় নিয়ে উচ্ছ্বাসে ভাসেন।
8/8

মেসির পাশাপাশি ডেভিড বেকহ্যামের ক্লাবের হয়ে এটাই সার্জিও বুস্কেতস ও জর্দি আলবারও প্রথম ট্রফি।
Published at : 20 Aug 2023 06:50 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















