এক্সপ্লোর
Rohan Bopanna Wife: বিশ্বসেরা বোপান্নার জীবনের 'এক্স ফ্যাক্টর', পেশায় মনোবিদ, কে এই সুন্দরী সুপ্রিয়া?
Rohan Bopanna Love Story: রড লেভার এরিনায় বারবার ক্যামেরা তাক করছিল সুপ্রিয়ার দিকে। সৌন্দর্য্যে যে কোনও বলি অভিনেত্রীকে হার মানাবেন এই তরুণী।
রোহন ও তাঁর স্ত্রী সুপ্রিয়া (ছবি রোহনের ইনস্টাগ্রাম)
1/10

সম্প্রতি পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনে অজি জুটি ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে খেতাব জিতেছেন রোহন বোপান্না।
2/10

এবার দেখে নিন ভারতের এই টেনিস তারকার ঘরণীকে। রোহনের সুন্দরী স্ত্রীর নাম সুপ্রিয়া আন্নাইয়াহ।
3/10

রড লেভার এরিনায় বারবার ক্যামেরা তাক করছিল সুপ্রিয়ার দিকে। সৌন্দর্য্যে যে কোনও বলি অভিনেত্রীকে হার মানাবেন এই তরুণী।
4/10

রোহনের স্ত্রী সুপ্রিয়ার আরও একটা বড় পরিচয় তিনি নিজে একজন নামকড়া মনোবিদ। মিডিয়াতেও বেশ নাম রয়েছে সুপ্রিয়ার।
5/10

২০১২ সালে একটি ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন রোহন-সুপ্রিয়া।
6/10

তারকা দম্পতির একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে। তার নাম ত্রিধা বোপান্না।
7/10

রোহন বোপান্না টেনিস ডেভলভমেন্স ফাউন্ডেশনের সঙ্গেও জড়িয়ে সুপ্রিয়া। তিনি এই ফাউন্ডেশনের ডিরেক্টরও।
8/10

২০১৯ সালে কেরিয়ারের বাজে সময় যখন অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন সুপ্রিয়াই অনুপ্রেরণা জোগান বোপান্নাকে। আজ তিনি বিশ্বের এক নম্বর।
9/10

রোহনের বিভিন্ন ম্য়াচে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সুপ্রিয়াকে। অস্ট্রেলিয়ান ওপেনের ম্য়াচেও সুপ্রিয়াকে দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছিলেন, ''কোর্টের সবচেয়ে সুন্দরী মহিলা''।
10/10

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের পরজয়ের ভলি মেরে কোর্টে শুয়ে পড়েছিলেন রোহন। খেলা শেষে সুপ্রিয়া-ত্রিধার সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তোলেন।
Published at : 30 Jan 2024 10:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















