এক্সপ্লোর
WTC : বাংলাদেশের কাছে হার, টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সাতে নামল নিউজিল্যান্ড, ভারত কত নম্বরে?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/698f4dc715b7577fed15371138f5d9f6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
wtc 2023 points table
1/8
![ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড চলতি টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে। ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ১৭ ম্যাচ পর ঘরের মাঠে টেস্টে হারের মুখ দেখতে হল ব্ল্যাক ক্যাপসদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/31ec29177e5fb14201f450b82aac96b12f616.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড চলতি টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে। ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ১৭ ম্যাচ পর ঘরের মাঠে টেস্টে হারের মুখ দেখতে হল ব্ল্যাক ক্যাপসদের।
2/8
![বে ওভালে হেরে সিরিজে ১-০ পিছিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে নেমে যেতে হল তাদের। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল বাংলাদেশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/ecbe53785b4f8f5f78070163af45e0cb68af8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বে ওভালে হেরে সিরিজে ১-০ পিছিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে নেমে যেতে হল তাদের। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল বাংলাদেশ।
3/8
![WTC 2023-র দ্বিতীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই দুটি ম্যাচে হেরে গিয়েছে তারা। ড্র করেছে একটি ম্যাচ। এখনও পর্যন্ত এবার জয় অধরা রয়েছে তাদের। নিউজিল্যান্ডের মোট পয়েন্ট ৪। শতকরা হার ১১.১১ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/f8985e3682b6368e28b9089eb6072cb4c590d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
WTC 2023-র দ্বিতীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই দুটি ম্যাচে হেরে গিয়েছে তারা। ড্র করেছে একটি ম্যাচ। এখনও পর্যন্ত এবার জয় অধরা রয়েছে তাদের। নিউজিল্যান্ডের মোট পয়েন্ট ৪। শতকরা হার ১১.১১ শতাংশ।
4/8
![অন্যদিকে, বাংলাদেশ দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজ খেলছে। এখনও পর্যন্ত তাদের পয়েন্ট ১২। বাংলাদেশ একটি ম্যাচ হেরেছে। একটিতে জিতেছে। তাদের পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/746f82909fb7d8b7626957715923f4ff74e00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে, বাংলাদেশ দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজ খেলছে। এখনও পর্যন্ত তাদের পয়েন্ট ১২। বাংলাদেশ একটি ম্যাচ হেরেছে। একটিতে জিতেছে। তাদের পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩ শতাংশ।
5/8
![ভারত রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। টিম ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সিরিজ খেলছে। চার ম্যাচ জিতেছে ভারত। হেরেছে একটিতে। ২ ম্যাচ ড্র। টিম ইন্ডিয়ার পয়েন্টের শতকরা হার ৬৩.০৯ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/aa7ae4d4d8c6d55607fea284527de6d504aed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। টিম ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সিরিজ খেলছে। চার ম্যাচ জিতেছে ভারত। হেরেছে একটিতে। ২ ম্যাচ ড্র। টিম ইন্ডিয়ার পয়েন্টের শতকরা হার ৬৩.০৯ শতাংশ।
6/8
![পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অস্ট্রেলিয়া। অ্যাসেজের তিন ম্যাচ জয়ের পর তাদের পয়েন্টের হার ১০০ শতাংশ।অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম সিরিজ খেলছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/d0aa62a51080c70362b2d03af6484cd11096f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পয়েন্ট তালিকায় প্রথম স্থানে অস্ট্রেলিয়া। অ্যাসেজের তিন ম্যাচ জয়ের পর তাদের পয়েন্টের হার ১০০ শতাংশ।অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম সিরিজ খেলছে।
7/8
![দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট ২৪ এবং শতকরা হার ১০০ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/808ea6a43313295f31ca25f1988d09288f56c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট ২৪ এবং শতকরা হার ১০০ শতাংশ।
8/8
![৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। তাদের হার ৭৫ শতাংশ। তারা দুটি সিরিজ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে। হেরেছে একটিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/11fc18077375fdd6f6e672e362e4a3c167a6a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। তাদের হার ৭৫ শতাংশ। তারা দুটি সিরিজ খেলে তিন ম্যাচে জয় পেয়েছে। হেরেছে একটিতে।
Published at : 05 Jan 2022 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)