এক্সপ্লোর
Mohammed Shami : আরব তিরে শামি-আগুন, বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকার, নজির খাতার শীর্ষে ভারতীয় পেসার
ODI World Cup : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫, ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের ৫ উইকেট মহম্মদ শামির। আগুনে ছন্দে থাকা ভারতীয় পেসারের ৩ ম্যাচেই ১৪ উইকেট।

ICC World Cup 2023 Mohammed Shami
1/10

ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারি হওয়ার নজির গড়ে ফেললেন বাংলার পেসার।
2/10

চলতি বিশ্বকাপের মঞ্চে কার্যত আগুনে ছন্দে রয়েছেন শামি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি নিলেন ৫ উইকেট। যার সুবাদে চলতি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট তাঁর।
3/10

পাশাপাশি মোট ১৪ উইকেটের সুবাদে বিশ্বকাপের মঞ্চে ১৪ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি ভারতীয় হলেন তিনি।
4/10

জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath) ও জাহির খান (Zaheer Khan) এতদিন পর্যন্ত যুগ্মভাবে ছিলেন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি।
5/10

বিশ্বকাপের মঞ্চে ৪৪ টি করে শিকার রয়েছে তাঁদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে ৪৫ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার অনন্য নজির গড়ে ফেলেছেন তিনি।
6/10

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন শামি। বল হাতে এসে প্রথম ওভারেই জোড়া উইকেট মেডেন নেন তিনি। যার মধ্যে পরপর দুই বলে নেন দুটি উইকেট। তারপর আরও ৩টি উইকেট।
7/10

ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের মঞ্চে শুধু ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়াই নয়, বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকাতেও প্রথম ১০ বোলারের মধ্যে ঢুকে পড়েছেন মহম্মদ শামি।
8/10

যে তালিকার সবার উপরে রয়েছেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা ( Glenn McGrath) (৭১) । এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে তারকা বোলাররা খেলছেন, তাদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার সেরা দশে রয়েছেন মিচেল স্টার্ক (৫৬) ও ট্রেন্ট বোল্ট (৪৯)।
9/10

চলতি বিশ্বকাপে আগুনে ছন্দে রয়েছেন মহম্মদ শামি। শুরুর দিকে ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচে না খেললেও প্রথমবার মেন ইন ব্লু-র জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই ৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি।
10/10

পরের ম্যাচে ইংল্যান্ডের ৪ ব্যাটার ছিলেন তাঁর শিকার। আর ফের একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন শামি। বল হাতে এসে প্রথম ওভারেই জোড়া উইকেট মেডেন নেন তিনি। যার মধ্যে পরপর দুই বলে নেন দুটি উইকেট।
Published at : 03 Nov 2023 06:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
