এক্সপ্লোর
Neeraj Chopra Profile: ছোটবেলায় ওজন কমাতে মাঠে যাওয়া শুরু, সেই নীরজই গড়লেন ইতিহাস
টোকিওর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার উত্থান
1/10

১৩৫ কোটির স্বপ্নপূরণ! শনিবার টোকিওয় ভারতের রূপকথার দিন। টোকিওর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার উত্থান। রচনা হল ইতিহাস। স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে পদক পেয়েছেন তিনি।
2/10

২০০৮ এ বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার সোনা জয়ের পর ২০২১ সালে নীরজ। দীর্ঘ ১৩ বছর পর। ভারতীয় সেনায় সুবেদার পদে থাকা নীরজ চোপড়া। এ দিন শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন। প্রথম চেষ্টাতেই ৮৭.০৩ মিটার ছুড়ে এক নম্বরে পৌঁছে যান তিনি। দ্বিতীয় চেষ্টায় আরও বাড়ান দূরত্বটা। ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন।
Published at : 08 Aug 2021 12:28 AM (IST)
আরও দেখুন






















