এক্সপ্লোর
Advertisement

Paris Olympics 2024: এটাই হল 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ', জানেন কি অলিম্পিক্সের মঞ্চে প্রথম সবকিছু সম্পর্কে?
Olympics History: ১৯০০ সালে প্যারিস অলিম্পিক্স হয়েছিল। সেখানেই প্রথমবার মহিলা ক্রীড়াবিদরা খেলার সুযোগ পেয়েছিলেন। চার্লট কুপার প্রথম মহিলা অ্যাথলিট যিনি অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন।

অলিম্পিক্সের প্রতীকী ছবি (ছবি পিক্সঅ্যাবে)
1/10

আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। এই টুর্নামেন্টের ইতিহাসে অনেক কিছুই প্রতিবার নতুন নতুন হয়েছে। জানেন কি সে সম্পর্কে?
2/10

১৯০০ সালে প্যারিস অলিম্পিক্স হয়েছিল। সেখানেই প্রথমবার মহিলা ক্রীড়াবিদরা খেলার সুযোগ পেয়েছিলেন। চার্লট কুপার প্রথম মহিলা অ্যাথলিট যিনি অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন।
3/10

অলিম্পিক্সে প্রথম টিম স্পোর্টস হিসেবে যুক্ত হয় ফুটবল। ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সেই এই খেলার অন্তর্ভূক্ত হয়।
4/10

পাঁচটি ইন্টারলকিং রিং এই সিম্বলটি প্রথমবার উন্মোচিত হয়েছিল ১৯২০ সালে। পিয়ের ডি কুবোর্তিন এই ডিজাইনটি করেছিলেন।
5/10

১৯০৪ সালে সেন্ট লুইস অলিম্পিক্সে প্রথমবার সোনা, রুপো ও ব্রোঞ্জের পদক দেওয়া শুরু হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য।
6/10

১৯২৮ আমস্টারডাম অলিম্পিক্সে প্রথমবার মশাল প্রজ্বলিত হয়। অলিম্পিক্স মশালের পথ চলা শুরু।
7/10

১৯৩২ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে প্রথম বার ফটো ফিনিশ টেকনোলজি ব্য়বহার করা হয়।
8/10

১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক্স প্রথমবার টিভিতে দেখতে পাওয়া যায়। ব্রডকাস্টিং হয় প্রথমবার।
9/10

১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক্সে প্রথমবার আন্তর্জাতিক টেলিভিশন স্বত্ত্ব পায়। এরফলে আয়োজক দেশের বাইরের মানুষও খেলাগুলো দেখতে পান।
10/10

২০২০ টোকিও অলিম্পিক্স আয়োজিত হয়েছিল ২০২১ সালে। কোভিডের জন্য প্রথমবার এই অলিম্পিক্সের আসর পিছিয়ে যায়।
Published at : 18 Jul 2024 03:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
