এক্সপ্লোর
Paris Olympics 2024: অলিম্পিক্সে জোড়া পদক ঝুলিতে, মনু ভাকেরের কোচ মুনখব্যয়র দর্জসুরিনকে চেনেন?
Munkhbayar Dorjsuren: ৫৫ বছরের এই প্রাক্তন শ্যুটার এর আগে ভারতের আরেক শ্যুটার রাহি সরনব্যোৎকে কোচিং করিয়েছিলেন। যিনি ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন।

মনু ভাকেরের কোচ মুনখব্যয়র দর্জসুরিন (ছবি সোশ্য়াল মিডিয়া)
1/9

প্যারিস অলিম্পিক্সে দুটো ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে পদক জেতেন মনু। মনুর কোচকে চেনেন?
2/9

মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহের কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে প্য়ারিস অলিম্পিক্সে আছেন মুনখব্যয়র দর্জসুরিন।
3/9

১৯৯২ বার্সেলোনা অলিম্পিক্সে ২৫ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মঙ্গোলিয়ার হয়ে খেলে।
4/9

২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে জার্মানির হয়ে খেলতে নেমেছিলেন মুনখব্যয়র দর্জসুরিন। সেখানেও ব্রোঞ্জ জেতেন তিনি।
5/9

প্য়ারিস অলিম্পিক্সে ভারতের যে শ্যুটিং দল খেলতে নেমেছিল। সেই দলের কোচ হিসেবে গিয়েছিলেন মুনখব্যয়র দর্জসুরিন। মনু, সরবজ্যোৎদের কোচ ছিলেন তিনি।
6/9

মনুর সঙ্গে বারবারই দেখা গিয়েছে মুনখব্যয়রকে। গতকাল ২৫ মিটার পিস্তল ইভেন্টে মনু চতুর্থ স্থান অধিকার করার পর মনুকে স্বান্ত্বনা দিতে দেখা গিয়েছে।
7/9

৫৫ বছরের এই প্রাক্তন শ্যুটার এর আগে ভারতের আরেক শ্যুটার রাহি সরনব্যোৎকে কোচিং করিয়েছিলেন। যিনি ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
8/9

মঙ্গোলিয়ার হয়ে কেরিয়ার শুরু করেছিলেন মুনখব্যয়র। এরপর জার্মানি পাড়ি দেন। মঙ্গোলিয়ার হয়ে ১৯৯৮ সালে আইএসএসএফ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে জিতেছিলেন।
9/9

তিনি ২০০৪, ২০০৮, ২০১২ অলিম্পিক্সে জার্মানির হয়ে খেলতে নেমেছিলেন। ২০২২ সালে কোচের পদে প্রথম নিযুক্ত হন তিনি।
Published at : 04 Aug 2024 08:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
