এক্সপ্লোর
Pele Profile: ৮২-তে চিরঘুমের দেশে পেলে, এক নজরে কিংবদন্তির অনন্য রেকর্ডগুলি
Pele Demise: শুক্রবার ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে।
![Pele Demise: শুক্রবার ভারতীয় সময় রাত ১২.৩০ নাগাদ ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/d29442112159374964cfa27d43be19281672361763912507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এক নজরে কিংবদন্তুি পেলের রেকর্ডগুলি
1/8
![১৫ বছর বয়সে স্যান্টোসের হয়ে খেলা শুরু করে ১৭ বছরে বিশ্বকাপজয়। পেলের বর্ণময় কেরিয়ারে রেকর্ডের ছড়াছড়ি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/c85f7391e026a48ba8ed1e4595841a57e5bc8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৫ বছর বয়সে স্যান্টোসের হয়ে খেলা শুরু করে ১৭ বছরে বিশ্বকাপজয়। পেলের বর্ণময় কেরিয়ারে রেকর্ডের ছড়াছড়ি।
2/8
![পেলেই একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ জেতেন পেলে। এরপর ১৯৭০ সালে ফের একবার বিশ্বকাপ ট্রফি পেলের হাতে ওঠে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/bace4563690f5a30ec3cdfabb092a34b7064f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেলেই একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ জেতেন পেলে। এরপর ১৯৭০ সালে ফের একবার বিশ্বকাপ ট্রফি পেলের হাতে ওঠে।
3/8
![ফিফার বিচারে পেলেই সর্বকালের সর্বাধিক গোলদাতা। পেলে নিজে জানান তিনি নিজের কেরিয়ারে মোট ১২৮৩টি গোল করেছেন। তবে এই পরিসংখ্যান নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/8683d89735652b44deadec84f1833ff7cc7ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফিফার বিচারে পেলেই সর্বকালের সর্বাধিক গোলদাতা। পেলে নিজে জানান তিনি নিজের কেরিয়ারে মোট ১২৮৩টি গোল করেছেন। তবে এই পরিসংখ্যান নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা রয়েছে।
4/8
![ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল, আর সেই দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (যুগ্মভাবে) হলেন পেলে। সেলেসাওয়ের হয়ে ৯২ ম্যাচ খেলে তিনি ৭৭টি গোল করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/cdfa267358ec36111ea8a8f7eec0e17b8b67f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল, আর সেই দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (যুগ্মভাবে) হলেন পেলে। সেলেসাওয়ের হয়ে ৯২ ম্যাচ খেলে তিনি ৭৭টি গোল করেছেন।
5/8
![মাত্র ১৭ বছর ২৪৯ দিনে প্রথমবার বিশ্বকাপ জেতেন 'ফুটবলের সম্রাট'। আজ অবধি এটি একটি রেকর্ড। এখনও অবধি পেলেই কণিষ্ঠতম বিশ্বজয়ী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/2cebe60d41ba739607e59f3d046fa1ca3101c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাত্র ১৭ বছর ২৪৯ দিনে প্রথমবার বিশ্বকাপ জেতেন 'ফুটবলের সম্রাট'। আজ অবধি এটি একটি রেকর্ড। এখনও অবধি পেলেই কণিষ্ঠতম বিশ্বজয়ী।
6/8
![গোল করানোর ক্ষেত্রেও কিন্তু পেলের কৃতিত্ব খুব একটা কম নয়। তিনিই বিশ্বকাপে সর্বাধিকবার সফলভাবে গোলের পাস বাড়িয়েছেন। পেলে ফুটবল বিশ্বকাপের মঞ্চে মোট ১০টি অ্যাসিস্ট দিয়েছেন, যা একটি রেকর্ড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/509ac11e639120979914cc00f7619daf89aca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গোল করানোর ক্ষেত্রেও কিন্তু পেলের কৃতিত্ব খুব একটা কম নয়। তিনিই বিশ্বকাপে সর্বাধিকবার সফলভাবে গোলের পাস বাড়িয়েছেন। পেলে ফুটবল বিশ্বকাপের মঞ্চে মোট ১০টি অ্যাসিস্ট দিয়েছেন, যা একটি রেকর্ড।
7/8
![১৭ বছর ২৩৯ দিনে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন পেলে। তিনিই বিশ্বকাপের মঞ্চে কণিষ্ঠতম গোলদাতা। ১৭ বছর ২৪৪ দিনে তিনি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন পেলে। সেই বারের ফাইনালে মাঠে নেমেই গোলও করেন তিনি। প্রতিটিই আজও রেকর্ড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/1b4c69901af441fdbf025c4bc09cdce96f0f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৭ বছর ২৩৯ দিনে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন পেলে। তিনিই বিশ্বকাপের মঞ্চে কণিষ্ঠতম গোলদাতা। ১৭ বছর ২৪৪ দিনে তিনি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন পেলে। সেই বারের ফাইনালে মাঠে নেমেই গোলও করেন তিনি। প্রতিটিই আজও রেকর্ড।
8/8
![পেলে নিজের কেরিয়ারের দুই বছর ১০০-র অধিক গোল করেছেন। ফিফার তরফে জানানো হয় পেলে ১৯৫৯ সালে ১২৭ গোল ও ১৯৬১ সালে ১১০টি গোল করেছেন বলে ফিফার তরফে জানানো হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/30/2589577daaf9cb7b423e7bf75f724fb3cec12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেলে নিজের কেরিয়ারের দুই বছর ১০০-র অধিক গোল করেছেন। ফিফার তরফে জানানো হয় পেলে ১৯৫৯ সালে ১২৭ গোল ও ১৯৬১ সালে ১১০টি গোল করেছেন বলে ফিফার তরফে জানানো হয়।
Published at : 30 Dec 2022 08:38 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)