এক্সপ্লোর
Modi Meet Thomas Cup Winner: টমাস কাপ জয়ী শ্রীকান্ত, লক্ষ্যদের সঙ্গে দেখা করে কী বার্তা দিলেন মোদি?
শ্রীকান্ত ও মোদির সাক্ষাতের মুহূর্ত
1/10

ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে প্রথম টমাস কাপে সোনা জিতেছে ভারত। ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি।
2/10

টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
3/10

প্রধানমন্ত্রী বলেন, "এটা ছোটখাট কৃতিত্ব নয়। 'হ্যাঁ, আমরাও করতে পারি'-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তি। আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।"
4/10

ঐতিহাসিক টমাস কাপ জয়ের পরই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছিলেন।
5/10

এদিন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের পরবর্তী লক্ষ্য সম্পর্কে বললেন শ্রীকান্ত, লক্ষ্য, চিরাগরা।
6/10

টমাস কাপে লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত।
7/10

ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে (Thomas Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত।
8/10

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা প্রসঙ্গে চিরাগ শেট্টি জানিয়েছিলেন, ''জয়ের পর কোনও স্পোর্টস টিমকে প্রধানমন্ত্রীকে ফোন করতে দেখিনি। এটা শুধুমাত্র ভারতেই হয়। এটা আমাদের আরও অনুপ্রাণিত করেছে।''
9/10

কথা রাখলেন লক্ষ্য সেন। প্রধানমন্ত্রীকে আলমোরার 'বল মিঠাই' উপহার দিলেন ভারতীয় শাটলার।
10/10

বক্তব্যের শুরুতেই লক্ষ্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার জন্য আলমোরার 'বল মিঠাই' আনাই লক্ষ্যকে ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ যে, ও আমার ছোট্ট অনুরোধ মনে রেখে তা পূর্ণ করেছে।
Published at : 22 May 2022 04:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























