এক্সপ্লোর
Axar Patel Engagement: পেশায় ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট মেহা, অক্ষর পটেলের জীবনসঙ্গীকে চিনুন

বান্ধবী মেহার সঙ্গে বাগদান সারলেন অক্ষর পটেল
1/10

ভারতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার অক্ষর পটেল। দেশের জার্সিতে গত বছরই টেস্টে অভিষেক করেছেন। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৩৬ উইকেট তুলে নিয়েছেন এই ফর্ম্যাটে।
2/10

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন অক্ষর। ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ২০১৪ সালে অভিষেক হয়েছিল গুজরাটের এই প্লেয়ারের।
3/10

সম্প্রতি নিজের বাগদান পর্ব সেরেছেন অক্ষর। দীর্ঘদিনের বান্ধবী পেশায় ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট মেঘার সঙ্গে বাগদান সারলেন তিনি।
4/10

নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন অক্ষর। সেখানে তিনি লিখেছেন, '''এটি জীবনের নতুন শুরু, আমরা চিরকাল একসঙ্গে আছি। আমি তোমাকে সর্বদা ভালবাসব।''
5/10

নিজের ২৮ তম জন্মদিনের দিনই (২০ জানুয়ারি) দিনই জীবনের নতুন ইনিংসের অঙ্গীকার সেরে ফেললেন অক্ষর।
6/10

অক্ষর প্যাটেলের গুজরাটের সতীর্থ চিন্তন গাজা সোশ্যাল মিডিয়ায় প্রথম সুখবরটি প্রকাশ্যে আনেন। পরে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি প্রকাশ্যে আনেন অক্ষর নিজেই।
7/10

মেহা পেশায় একজন ডায়টিশিয়ান ও নিউট্রিশিনিস্ট। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল দুজনের।
8/10

মেহা পশুদেরও বেশি ভালোবাসেন। ইনস্টাগ্রামে তাঁর নিজের পোষ্য কুকুরের সঙ্গে তাঁর অনেক ছবি রয়েছে।
9/10

মেহার একটি হাতে অক্ষর প্যাটেলের নামের একটি ট্যাটুও রয়েছে। তিনি যখন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন ক্রিকেটার জয়দেব উনাদকাটও একটি মজার মন্তব্য করেন।
10/10

মেহা নিজে ভীষণ সহজ, সরল শান্ত। বেশ সাধারণ জীবনযাপন করতেই অভ্যস্ত তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় খুব সাধারণ পোশাকে অনেক ছবিও দিয়েছেন তিনি।
Published at : 22 Jan 2022 08:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
