এক্সপ্লোর
WI vs Ind 1st Test: বদলে যাচ্ছে ওপেনিং জুটি? কারা খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে?
BCCI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, টেস্ট অভিষেক হতে চলেছে তরুণ ক্রিকেটারের।

Team India
1/11

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (WI vs India) প্রথম টেস্টে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিলেন, টেস্ট অভিষেক হতে চলেছে তরুণ ক্রিকেটারের।
2/11

রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়ালই। তবে তাঁকে খেলানোর জন্য ব্যাটিং অর্ডারে কিছু হেরফের ঘটাতে হচ্ছে। রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল নন, ইনিংস ওপেন করবেন যশস্বীই।
3/11

তিন নম্বরে নামানো হবে শুভমনকে। তাতে শুরুতে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনও থাকবে বলে ভারতের সুবিধা হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
4/11

চার নম্বরে বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটে ব্যর্থতার পর নিজেকে নতুন করে ফিরে পেতে চাইবেন কিংগ কোহলি।
5/11

পাঁচে অজিঙ্ক রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একমাত্র সফল ভারতীয় ব্যাটার।
6/11

ছয়ে সম্ভবত কে এস ভরত। উইকেটকিপার হিসাবে ঈশান কিষাণের কথাও বলা হচ্ছে কোনও কোনও মহল থেকে। কিন্তু কিপিং দক্ষতায় এগিয়ে ভরত। তাঁর দিকেই পাল্লা ভারি মনে করা হচ্ছে।
7/11

দুই স্পিনার হিসাবে খেলতে পারেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। জাডেজার অলরাউন্ড দক্ষতা ভরসা ভারতীয় দলের।
8/11

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্ভবত খেলানো হবে অশ্বিনকে।
9/11

ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ।
10/11

তাঁর সঙ্গী হতে পারেন শার্দুল ঠাকুর। যিনি মাত্র ৯টি টেস্টে খেলেছেন।
11/11

তৃতীয় পেসার হিসাবে সুযোগ পেতে পারেন বাংলার মুকেশ কুমার, নবদীপ সাইনি ও জয়দেব উনাদকাটের মধ্যে যে কোনও একজন। মুকেশ খেললে তাঁর অভিষেক হবে টেস্টে। তবে অভিজ্ঞতার জন্য বাঁহাতি উনাদকটকে খেলানো হবে পারে। তাতে বৈচিত্রও বাড়বে পেস বোলিং আক্রমণে। ছবি - বিসিসিআই
Published at : 11 Jul 2023 10:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
লাইফস্টাইল-এর
Advertisement
ট্রেন্ডিং
