এক্সপ্লোর
swami vivekananda Popular quotes: আজ স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি,'তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা' পড়ুন বিবেকানন্দের অনুপ্রেরণাদায়ক বাণী
1/5

আজ স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মতিথি। সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি ও সব রামকৃষ্ণ মঠ ও মিশনে সারাদিন ধরে চলবে বিশেষ পুজো, হোম।
2/5

স্বামীজি বলেছিলেন, দুর্বলের ওপর কেউ অত্যাচার করছে দেখলে আমাদের উচিত, অত্যাচারীকে উত্তম মধ্যম দেওয়া। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার তোমার সব সময় আছে। সাহসী হওয়া ও অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা- স্বামীজির যাবতীয় উপদেশ কেন্দ্রীভূত হয়েছে এই দুটি বাণীকে মুখ্য করে। ভারতীয় তরুণ সমাজের মধ্যে এই সাহসিকতার বাণী প্রোথিত করার উদ্দেশে নিজের জীবনটাই উৎসর্গ করে দেন ৩৯ বছরে প্রয়াত সন্ন্যাসী।
Published at :
আরও দেখুন






















