এক্সপ্লোর
Layoffs: ফের কর্মী ছাঁটাই অ্যামাজন, মেটায়, তালিকায় রয়েছে ডিজনিও
Layoffs: মেটা কর্তৃপক্ষ প্রথম কর্মী ছাঁটাই করেছিল গতবছর নভেম্বর মাসে। সেই সময় প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এরপর চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

নতুন করে কর্মী ছাঁটাই শুরু মেটায়, এবার নিশানায় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তালিকায় আর কোন সংস্থা রয়েছে দেখে নেওয়া যাক।
2/10

মেটা কর্তৃপক্ষ প্রথম কর্মী ছাঁটাই করেছিল গতবছর নভেম্বর মাসে। সেই সময় প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এরপর চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।
3/10

LinkedIn-এ বেশ কিছু মেটা কর্মী ঘোষণা করেছেন যে এবারের ছাঁটাই হতে চলেছে টেকনিক্যাল বিভাগে থাকা লোকজনের মধ্যে থেকে। এই টেকনিক্যাল রোলের তালিকায় রয়েছে ইউজার এক্সপিরিয়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স প্রোগ্রামিং এবং আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত কর্মীরা।
4/10

এর পাশাপাশি মেটা পরিকল্পনা করেছে ব্যবসায়িক পদে থাকা বিভিন্ন বিভাগ থেকে ছাঁটাই হবে যেমন- ফিন্যান্স, লিগাল, এইচআর- এইসব বিভাগের কর্মীদের পিঙ্ক স্লিপ দেওয়া হবে।
5/10

এবার তৃতীয় দফার ছাঁটাই পর্বে চার হাজারের বেশি কর্মী চাকরি খোয়াতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে এপ্রিল মাসে যে মেটায় তৃতীয় দফায় কর্মী ছাঁটাই হতে চলেছে সেই বার্তা ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।
6/10

জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ ম্যানেজারদের কাছে একটি memo-র মাধ্যমে নতুন দফার কর্মী ছাঁটাইয়ের বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। সূত্রের খবর, মেটা-র নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের উপর প্রভাব পড়বে বেশ ভালভাবে।
7/10

শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে।
8/10

চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা।
9/10

অ্যামাজনে চলছে ছাঁটাই, বিজ্ঞাপন বিভাগ থেকে চাকরি খুইয়েছেন বেশ কিছু কর্মী।
10/10

ফের কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন সংস্থা। বিজ্ঞাপন বিভাগ থেকে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই বিভাগ থেকে যে ছাঁটাই করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল ইন্টারনাল মেমো-তে।
Published at : 20 Apr 2023 05:21 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















