এক্সপ্লোর
ভারতে কবে লঞ্চ হচ্ছে আইফোন ১৪ সিরিজ? আর কী কী লঞ্চ হতে পারে, দেখুন ছবিতে
iPhone 14 Series: ভারতে লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ। আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। তারপরই বহু প্রতীক্ষিত অ্যাপেলের এই ডিভাইস লঞ্চ হবে দেশে।

প্রতীকী ছবি
1/9

অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইভেন্টে।
2/9

অনুমান, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই ইভেন্টেই লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে।
3/9

প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে, ১৩ সেপ্টেম্বর হয়তো অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ এগিয়ে এসেছে। এখন শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্ট Far Out অনুষ্ঠিত হতে চলেছে।
4/9

আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯- এই দুই অপারেটিং সিস্টেম লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ইভেন্টে।
5/9

ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে রয়েছে অ্যাপেল পার্ক। সেখানে স্টিভ জোবস থিয়েটারে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে থেকেও এই ইভেন্টের লাইভ স্ট্রিম হবে। ৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০মিনিটে এই ইভেন্ট দেখতে পাবেন ভারতের বাসিন্দারা।
6/9

আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি ফোন।
7/9

প্রো মডেলগুলিতে থাকতে পারে অ্যাপেলের নিজস্ব A16 Bionic চিপ। এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে।
8/9

আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে।
9/9

নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে।
Published at : 25 Aug 2022 12:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
