এক্সপ্লোর
ATM Fraud: এটিএম প্রতারণার নতুন কৌশল 'শোল্ডার সার্ফিং', কীভাবে নিজেকে নিরাপদে রাখবেন?
ATM Scam: ব্যাঙ্কের সঙ্গে থাকা এটিএম কাউন্টার থেকে টাকা তোলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে ব্যাঙ্কের লোকের থেকে সাহায্য নিন। টাকা তোলা হয়ে গেলে ক্যানসেল বাটন ব্যবহার করে তবেই এটিএম কাউন্টার ছেড়ে বেরোন।
ফাইল ছবি
1/10

এটিএম স্ক্যামের সঙ্গে আজকাল প্রায় সকলেই পরিচিত। ফিজিক্যাল হোক বা অনলাইন মাধ্যম, স্ক্যামারদের হাত থেকে নিস্তার নেই।
2/10

একটু অসাবধান হলেই হ্যাকারদের প্রতারণার জালে ফাঁসবেন আপনি। অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হবে টাকা। হদিশ করলে দেখা যাবে এটিএম প্রতারণার শিকার হয়েছেন আপনি।
Published at : 13 Jul 2023 04:43 PM (IST)
আরও দেখুন


















