এক্সপ্লোর
Earth Inner Core: গতিপথ বদল পৃথিবীর অন্তঃস্থলের, ভূগর্ভে রহস্যে মোড়া অন্য দুনিয়া!
Earth Inner Core Rotation: ব্রহ্মাণ্ডে নয়, ভূপৃষ্ঠের নিচেই রয়েছে রহস্যে মোড়া অন্য দুনিয়া, দাবি বিজ্ঞানীদের।
ছবি: ফ্রিপিক।
1/12

প্রতি নিয়ত ব্রহ্মাণ্ডের নিত্য-নতুন রহস্যের উদঘাটন হয়েই চলেছে। তবে এই পৃথিবীর অনেক কিছুই যে এখনও চেনা বাকি রয়েছে গিয়েছে, আরও একবার মিলল তার প্রমাণ। লোকচক্ষুর আড়ালে, পৃথিবীর অন্তরেও যে নিত্য-নতুন পরিবর্তন ঘটে চলেছে, ভূপৃষ্ঠের নিচেই যে আরও একটি রহস্যে মোড়া দুনিয়া রয়েছে, সামনে এল ফের একবার।
2/12

পৃথিবীর অন্তর, ইংরেজিতে যাকে Earth Core বলা হয়, গঠন, প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত উপসংহারে পৌঁছনো সম্ভব হয়নি। ভূমিকম্প এবং পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গ থেকে এখনও পর্যন্ত প্রাথমিক ধারণা পেয়ে এসেছেন বিজ্ঞানীরা।
Published at : 25 Jan 2023 02:55 PM (IST)
আরও দেখুন






















