এক্সপ্লোর

Earth Inner Core: গতিপথ বদল পৃথিবীর অন্তঃস্থলের, ভূগর্ভে রহস্যে মোড়া অন্য দুনিয়া!

Earth Inner Core Rotation: ব্রহ্মাণ্ডে নয়, ভূপৃষ্ঠের নিচেই রয়েছে রহস্যে মোড়া অন্য দুনিয়া, দাবি বিজ্ঞানীদের।

Earth Inner Core Rotation: ব্রহ্মাণ্ডে নয়, ভূপৃষ্ঠের নিচেই রয়েছে রহস্যে মোড়া অন্য দুনিয়া, দাবি বিজ্ঞানীদের।

ছবি: ফ্রিপিক।

1/12
প্রতি নিয়ত ব্রহ্মাণ্ডের নিত্য-নতুন রহস্যের উদঘাটন হয়েই চলেছে। তবে এই পৃথিবীর অনেক কিছুই যে এখনও চেনা বাকি রয়েছে গিয়েছে, আরও একবার মিলল তার প্রমাণ। লোকচক্ষুর আড়ালে, পৃথিবীর অন্তরেও যে নিত্য-নতুন পরিবর্তন ঘটে চলেছে, ভূপৃষ্ঠের নিচেই যে আরও একটি রহস্যে মোড়া দুনিয়া রয়েছে, সামনে এল ফের একবার।
প্রতি নিয়ত ব্রহ্মাণ্ডের নিত্য-নতুন রহস্যের উদঘাটন হয়েই চলেছে। তবে এই পৃথিবীর অনেক কিছুই যে এখনও চেনা বাকি রয়েছে গিয়েছে, আরও একবার মিলল তার প্রমাণ। লোকচক্ষুর আড়ালে, পৃথিবীর অন্তরেও যে নিত্য-নতুন পরিবর্তন ঘটে চলেছে, ভূপৃষ্ঠের নিচেই যে আরও একটি রহস্যে মোড়া দুনিয়া রয়েছে, সামনে এল ফের একবার।
2/12
পৃথিবীর অন্তর, ইংরেজিতে যাকে Earth Core বলা হয়, গঠন, প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত উপসংহারে পৌঁছনো সম্ভব হয়নি। ভূমিকম্প এবং পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গ থেকে এখনও পর্যন্ত প্রাথমিক ধারণা পেয়ে এসেছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর অন্তর, ইংরেজিতে যাকে Earth Core বলা হয়, গঠন, প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত উপসংহারে পৌঁছনো সম্ভব হয়নি। ভূমিকম্প এবং পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গ থেকে এখনও পর্যন্ত প্রাথমিক ধারণা পেয়ে এসেছেন বিজ্ঞানীরা।
3/12
পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে চলার পাশাপাশি নিজের অক্ষেও পাক খেয়ে চলেছে, পৃথিবীর অন্তঃস্থলও তেমন স্থির নয়। বরং গতিশীল। কিন্তু বিগত কয়েক দশকে তার গতিতে পরিবর্তন এসেছে বলে উঠে এল দাবি।
পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে চলার পাশাপাশি নিজের অক্ষেও পাক খেয়ে চলেছে, পৃথিবীর অন্তঃস্থলও তেমন স্থির নয়। বরং গতিশীল। কিন্তু বিগত কয়েক দশকে তার গতিতে পরিবর্তন এসেছে বলে উঠে এল দাবি।
4/12
ন্যাচরাল জিওসায়েন্স জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে চিনের পেকিং ইউনিভার্সিটির গবেষক শিয়াওদং সং এবং ই ইয়াং জানিয়েছেন, ২০০৯ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের আবর্তগতি সাময়িক থেকে যায়। তার পর পরিবর্তন ঘটে গতিপথে।
ন্যাচরাল জিওসায়েন্স জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে চিনের পেকিং ইউনিভার্সিটির গবেষক শিয়াওদং সং এবং ই ইয়াং জানিয়েছেন, ২০০৯ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের আবর্তগতি সাময়িক থেকে যায়। তার পর পরিবর্তন ঘটে গতিপথে।
5/12
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অন্তঃস্থলের গতি ভূপূষ্ঠের তুলনায় আপেক্ষিক। পৃথিবীর অন্তঃস্থল আসলে আগু-পিছু হতে থাকে, দোলনা ঠিক যে ভাবে দোলে। একবার আগু-পিছু করতে সময় লেগে যায় প্রায় সাত দশক।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অন্তঃস্থলের গতি ভূপূষ্ঠের তুলনায় আপেক্ষিক। পৃথিবীর অন্তঃস্থল আসলে আগু-পিছু হতে থাকে, দোলনা ঠিক যে ভাবে দোলে। একবার আগু-পিছু করতে সময় লেগে যায় প্রায় সাত দশক।
6/12
অর্থাৎ প্রতি ৩৫ বছরে গতি পরিবর্তন করে পৃথিবী। এর আগে, ১৯৭০ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তন হয়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। সেই নিরিখে ২০৪০-এর মাঝামাঝি পরবর্তী গতি পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালে থমকে গিয়ে, পৃথিবীর অন্তঃস্থল উল্টো গতিপথ ধরেছে বলে দাবি করা হয়েছে নয়া গবেষণাপত্রে।
অর্থাৎ প্রতি ৩৫ বছরে গতি পরিবর্তন করে পৃথিবী। এর আগে, ১৯৭০ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তন হয়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। সেই নিরিখে ২০৪০-এর মাঝামাঝি পরবর্তী গতি পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালে থমকে গিয়ে, পৃথিবীর অন্তঃস্থল উল্টো গতিপথ ধরেছে বলে দাবি করা হয়েছে নয়া গবেষণাপত্রে।
7/12
বিগত ছয় দশকে পৃথিবীর অন্তঃস্থল সম্পর্কে যা জানা গিয়েছে, তা হল, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ হাজার কিলোমিটার নিচেই আরও একটি রহস্যময় দুনিয়া রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য মূলত গলিত অবস্থায় রয়েছে ওই অংশ। তার বহির্ভাগে রয়েছে তরল ধাতব আস্তরণ।
বিগত ছয় দশকে পৃথিবীর অন্তঃস্থল সম্পর্কে যা জানা গিয়েছে, তা হল, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ হাজার কিলোমিটার নিচেই আরও একটি রহস্যময় দুনিয়া রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য মূলত গলিত অবস্থায় রয়েছে ওই অংশ। তার বহির্ভাগে রয়েছে তরল ধাতব আস্তরণ।
8/12
তাই পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পাল্টানোর বিষয়টিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী নিজের অক্ষে যে ভাবে ঘুরে চলে, তার উপরই দিন-রাতের দৈর্ঘ্য নির্ভর করে। তাই দিন-রাতের দৈর্ঘ্যে গত কয়েক দশকে যে যে পরিবর্তন এসেছে, পৃথিবীর অন্তঃস্থলেও তার প্রভাব পড়েছে।
তাই পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পাল্টানোর বিষয়টিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী নিজের অক্ষে যে ভাবে ঘুরে চলে, তার উপরই দিন-রাতের দৈর্ঘ্য নির্ভর করে। তাই দিন-রাতের দৈর্ঘ্যে গত কয়েক দশকে যে যে পরিবর্তন এসেছে, পৃথিবীর অন্তঃস্থলেও তার প্রভাব পড়েছে।
9/12
তবে পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পরিবর্তনে ভূপৃষ্ঠে বসবাসকারী মানগজগতের উপর কী প্রভাব পড়তে পারে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে ভূপৃষ্ঠের নিচে, পৃথিবীর অন্তরে যতগুলি স্তর রয়েছে, তাদের মধ্যে যে পারস্পরিক সংযোগ রয়েছে, সে ব্যাপারে একমত সকলে।
তবে পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পরিবর্তনে ভূপৃষ্ঠে বসবাসকারী মানগজগতের উপর কী প্রভাব পড়তে পারে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে ভূপৃষ্ঠের নিচে, পৃথিবীর অন্তরে যতগুলি স্তর রয়েছে, তাদের মধ্যে যে পারস্পরিক সংযোগ রয়েছে, সে ব্যাপারে একমত সকলে।
10/12
চিনের বিজ্ঞানীদের দাবি, তাঁদের এই আবিষ্কার আগামী দিনে গবেষণার পথ আরও প্রশস্ত করবে। গোটা পৃথিবী যে আদতে সমন্বিত গতিশীল গঠনতন্ত্রের অংশ, আগামী দিনে কোনও সন্দেহ থাকবে না তা নিয়ে।
চিনের বিজ্ঞানীদের দাবি, তাঁদের এই আবিষ্কার আগামী দিনে গবেষণার পথ আরও প্রশস্ত করবে। গোটা পৃথিবী যে আদতে সমন্বিত গতিশীল গঠনতন্ত্রের অংশ, আগামী দিনে কোনও সন্দেহ থাকবে না তা নিয়ে।
11/12
তবে নয়া এই গবেষণাপত্র বিজ্ঞানীদের নতুন করে ভাবাতেও শুরু করেছে। পৃথিবীর অন্তঃস্থলে যে অনেক রহস্য চাপা পড়ে রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার ভূকম্পনবিদ জন ভিন্দেলের মতে, বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। নিত্য নতুন তথ্য তুলে আনছেন। কিন্তু সম্পূর্ণ ধারণা গড়ে তোলার জন্য তা এখনও যথেষ্ট নয়।
তবে নয়া এই গবেষণাপত্র বিজ্ঞানীদের নতুন করে ভাবাতেও শুরু করেছে। পৃথিবীর অন্তঃস্থলে যে অনেক রহস্য চাপা পড়ে রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার ভূকম্পনবিদ জন ভিন্দেলের মতে, বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। নিত্য নতুন তথ্য তুলে আনছেন। কিন্তু সম্পূর্ণ ধারণা গড়ে তোলার জন্য তা এখনও যথেষ্ট নয়।
12/12
এর আগে, গত বছর ভিন্দেল নিজের গবেষণায় দাবি করেছিলেন যে, পৃথিবীর অন্তঃস্থলের গতি প্রতি ছ’বছর অন্তর পরিবর্তিত হয়। ১৯৬০-এর শেষ দিকে এবং ১৯৭০-র গোড়ার দিকের দু’টি পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গকে পর্যবেক্ষণ করে ওই দাবি করেন তিনি। ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তিত হয়েছে এবং তার পর থেকে বিশেষ কোনও পরিবর্তন ঘটেনি বলেও দাবি করেন তিনি।
এর আগে, গত বছর ভিন্দেল নিজের গবেষণায় দাবি করেছিলেন যে, পৃথিবীর অন্তঃস্থলের গতি প্রতি ছ’বছর অন্তর পরিবর্তিত হয়। ১৯৬০-এর শেষ দিকে এবং ১৯৭০-র গোড়ার দিকের দু’টি পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গকে পর্যবেক্ষণ করে ওই দাবি করেন তিনি। ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তিত হয়েছে এবং তার পর থেকে বিশেষ কোনও পরিবর্তন ঘটেনি বলেও দাবি করেন তিনি।

আরও জানুন প্রযুক্তি

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ
বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ
Partha Chatterjee: জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, 'আপনার লজ্জিত হওয়া উচিত', বলল আদালত
জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, 'আপনার লজ্জিত হওয়া উচিত', বলল আদালত
WB CID Reshuffle: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে, 'CID-র খোলনলচে বদলে দেব', বলেছিলেন মমতা
সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে, 'CID-র খোলনলচে বদলে দেব', বলেছিলেন মমতা
Kharagpur News: 'সোনা পরে ঘুরছেন কেন'? সতর্ক করেই হাতসাফাই! পুলিশ সেজে 'ম্যাজিক' কায়দায় গয়না ছিনতাই!
'সোনা পরে ঘুরছেন কেন'? সতর্ক করেই হাতসাফাই! পুলিশ সেজে 'ম্যাজিক' কায়দায় গয়না ছিনতাই!
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh Chaos: প্রধানমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে আর্জি কার্তিক মহারাজের।Bangladesh News Update: অ্যাডভাইসারি জারি করল গ্রেট ব্রিটেনের বিদেশমন্ত্রক। ABP Ananda LiveBangladesh News: বাংলাদেশের সুনামগঞ্জে মৌলবাদীদের তাণ্ডব। তছনছ হিন্দুদের দোকান-বাড়ি-মন্দির।Bangladesh News:দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ। বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! মৌলবাদীদের অকথ্য অত্যাচার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ
বাংলাদেশে হিন্দু দেখলেই হামলা! দর্শকের ভূমিকায় সেনা-পুলিশ
Partha Chatterjee: জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, 'আপনার লজ্জিত হওয়া উচিত', বলল আদালত
জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ, 'আপনার লজ্জিত হওয়া উচিত', বলল আদালত
WB CID Reshuffle: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে, 'CID-র খোলনলচে বদলে দেব', বলেছিলেন মমতা
সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে, 'CID-র খোলনলচে বদলে দেব', বলেছিলেন মমতা
Kharagpur News: 'সোনা পরে ঘুরছেন কেন'? সতর্ক করেই হাতসাফাই! পুলিশ সেজে 'ম্যাজিক' কায়দায় গয়না ছিনতাই!
'সোনা পরে ঘুরছেন কেন'? সতর্ক করেই হাতসাফাই! পুলিশ সেজে 'ম্যাজিক' কায়দায় গয়না ছিনতাই!
Wedding Video: বিয়েতে কোটি টাকা ভর্তি সুটকেস, বিলাসবহুল গাড়ি, পুরোহিতকে ১১ লক্ষ দান! 'এত পয়সা কীভাবে'? প্রশ্ন নেটিজেনদের
বিয়েতে কোটি টাকা ভর্তি সুটকেস, বিলাসবহুল গাড়ি, পুরোহিতকে ১১ লক্ষ দান! 'এত পয়সা কীভাবে'? প্রশ্ন নেটিজেনদের
Sambhal News: সম্ভল যাওয়ার পথে রাহুল-প্রিয়ঙ্কাকে আটকাল পুলিশ, সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ লোকসভার বিরোধী দলনেতার
সম্ভল যাওয়ার পথে রাহুল-প্রিয়ঙ্কাকে আটকাল পুলিশ, সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ লোকসভার বিরোধী দলনেতার
Devendra Fadnavis: অবশেষে কাটল জট, দেবেন্দ্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, শিন্ডের ডেপুটি হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা
অবশেষে কাটল জট, দেবেন্দ্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, শিন্ডের ডেপুটি হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা
Golden Temple: বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা
বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা
Embed widget