এক্সপ্লোর

Earth Inner Core: গতিপথ বদল পৃথিবীর অন্তঃস্থলের, ভূগর্ভে রহস্যে মোড়া অন্য দুনিয়া!

Earth Inner Core Rotation: ব্রহ্মাণ্ডে নয়, ভূপৃষ্ঠের নিচেই রয়েছে রহস্যে মোড়া অন্য দুনিয়া, দাবি বিজ্ঞানীদের।

Earth Inner Core Rotation: ব্রহ্মাণ্ডে নয়, ভূপৃষ্ঠের নিচেই রয়েছে রহস্যে মোড়া অন্য দুনিয়া, দাবি বিজ্ঞানীদের।

ছবি: ফ্রিপিক।

1/12
প্রতি নিয়ত ব্রহ্মাণ্ডের নিত্য-নতুন রহস্যের উদঘাটন হয়েই চলেছে। তবে এই পৃথিবীর অনেক কিছুই যে এখনও চেনা বাকি রয়েছে গিয়েছে, আরও একবার মিলল তার প্রমাণ। লোকচক্ষুর আড়ালে, পৃথিবীর অন্তরেও যে নিত্য-নতুন পরিবর্তন ঘটে চলেছে, ভূপৃষ্ঠের নিচেই যে আরও একটি রহস্যে মোড়া দুনিয়া রয়েছে, সামনে এল ফের একবার।
প্রতি নিয়ত ব্রহ্মাণ্ডের নিত্য-নতুন রহস্যের উদঘাটন হয়েই চলেছে। তবে এই পৃথিবীর অনেক কিছুই যে এখনও চেনা বাকি রয়েছে গিয়েছে, আরও একবার মিলল তার প্রমাণ। লোকচক্ষুর আড়ালে, পৃথিবীর অন্তরেও যে নিত্য-নতুন পরিবর্তন ঘটে চলেছে, ভূপৃষ্ঠের নিচেই যে আরও একটি রহস্যে মোড়া দুনিয়া রয়েছে, সামনে এল ফের একবার।
2/12
পৃথিবীর অন্তর, ইংরেজিতে যাকে Earth Core বলা হয়, গঠন, প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত উপসংহারে পৌঁছনো সম্ভব হয়নি। ভূমিকম্প এবং পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গ থেকে এখনও পর্যন্ত প্রাথমিক ধারণা পেয়ে এসেছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর অন্তর, ইংরেজিতে যাকে Earth Core বলা হয়, গঠন, প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত উপসংহারে পৌঁছনো সম্ভব হয়নি। ভূমিকম্প এবং পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গ থেকে এখনও পর্যন্ত প্রাথমিক ধারণা পেয়ে এসেছেন বিজ্ঞানীরা।
3/12
পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে চলার পাশাপাশি নিজের অক্ষেও পাক খেয়ে চলেছে, পৃথিবীর অন্তঃস্থলও তেমন স্থির নয়। বরং গতিশীল। কিন্তু বিগত কয়েক দশকে তার গতিতে পরিবর্তন এসেছে বলে উঠে এল দাবি।
পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে চলার পাশাপাশি নিজের অক্ষেও পাক খেয়ে চলেছে, পৃথিবীর অন্তঃস্থলও তেমন স্থির নয়। বরং গতিশীল। কিন্তু বিগত কয়েক দশকে তার গতিতে পরিবর্তন এসেছে বলে উঠে এল দাবি।
4/12
ন্যাচরাল জিওসায়েন্স জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে চিনের পেকিং ইউনিভার্সিটির গবেষক শিয়াওদং সং এবং ই ইয়াং জানিয়েছেন, ২০০৯ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের আবর্তগতি সাময়িক থেকে যায়। তার পর পরিবর্তন ঘটে গতিপথে।
ন্যাচরাল জিওসায়েন্স জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে চিনের পেকিং ইউনিভার্সিটির গবেষক শিয়াওদং সং এবং ই ইয়াং জানিয়েছেন, ২০০৯ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের আবর্তগতি সাময়িক থেকে যায়। তার পর পরিবর্তন ঘটে গতিপথে।
5/12
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অন্তঃস্থলের গতি ভূপূষ্ঠের তুলনায় আপেক্ষিক। পৃথিবীর অন্তঃস্থল আসলে আগু-পিছু হতে থাকে, দোলনা ঠিক যে ভাবে দোলে। একবার আগু-পিছু করতে সময় লেগে যায় প্রায় সাত দশক।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অন্তঃস্থলের গতি ভূপূষ্ঠের তুলনায় আপেক্ষিক। পৃথিবীর অন্তঃস্থল আসলে আগু-পিছু হতে থাকে, দোলনা ঠিক যে ভাবে দোলে। একবার আগু-পিছু করতে সময় লেগে যায় প্রায় সাত দশক।
6/12
অর্থাৎ প্রতি ৩৫ বছরে গতি পরিবর্তন করে পৃথিবী। এর আগে, ১৯৭০ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তন হয়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। সেই নিরিখে ২০৪০-এর মাঝামাঝি পরবর্তী গতি পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালে থমকে গিয়ে, পৃথিবীর অন্তঃস্থল উল্টো গতিপথ ধরেছে বলে দাবি করা হয়েছে নয়া গবেষণাপত্রে।
অর্থাৎ প্রতি ৩৫ বছরে গতি পরিবর্তন করে পৃথিবী। এর আগে, ১৯৭০ সাল নাগাদ পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তন হয়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। সেই নিরিখে ২০৪০-এর মাঝামাঝি পরবর্তী গতি পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালে থমকে গিয়ে, পৃথিবীর অন্তঃস্থল উল্টো গতিপথ ধরেছে বলে দাবি করা হয়েছে নয়া গবেষণাপত্রে।
7/12
বিগত ছয় দশকে পৃথিবীর অন্তঃস্থল সম্পর্কে যা জানা গিয়েছে, তা হল, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ হাজার কিলোমিটার নিচেই আরও একটি রহস্যময় দুনিয়া রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য মূলত গলিত অবস্থায় রয়েছে ওই অংশ। তার বহির্ভাগে রয়েছে তরল ধাতব আস্তরণ।
বিগত ছয় দশকে পৃথিবীর অন্তঃস্থল সম্পর্কে যা জানা গিয়েছে, তা হল, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ হাজার কিলোমিটার নিচেই আরও একটি রহস্যময় দুনিয়া রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য মূলত গলিত অবস্থায় রয়েছে ওই অংশ। তার বহির্ভাগে রয়েছে তরল ধাতব আস্তরণ।
8/12
তাই পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পাল্টানোর বিষয়টিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী নিজের অক্ষে যে ভাবে ঘুরে চলে, তার উপরই দিন-রাতের দৈর্ঘ্য নির্ভর করে। তাই দিন-রাতের দৈর্ঘ্যে গত কয়েক দশকে যে যে পরিবর্তন এসেছে, পৃথিবীর অন্তঃস্থলেও তার প্রভাব পড়েছে।
তাই পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পাল্টানোর বিষয়টিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী নিজের অক্ষে যে ভাবে ঘুরে চলে, তার উপরই দিন-রাতের দৈর্ঘ্য নির্ভর করে। তাই দিন-রাতের দৈর্ঘ্যে গত কয়েক দশকে যে যে পরিবর্তন এসেছে, পৃথিবীর অন্তঃস্থলেও তার প্রভাব পড়েছে।
9/12
তবে পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পরিবর্তনে ভূপৃষ্ঠে বসবাসকারী মানগজগতের উপর কী প্রভাব পড়তে পারে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে ভূপৃষ্ঠের নিচে, পৃথিবীর অন্তরে যতগুলি স্তর রয়েছে, তাদের মধ্যে যে পারস্পরিক সংযোগ রয়েছে, সে ব্যাপারে একমত সকলে।
তবে পৃথিবীর অন্তঃস্থলের গতিপথ পরিবর্তনে ভূপৃষ্ঠে বসবাসকারী মানগজগতের উপর কী প্রভাব পড়তে পারে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে ভূপৃষ্ঠের নিচে, পৃথিবীর অন্তরে যতগুলি স্তর রয়েছে, তাদের মধ্যে যে পারস্পরিক সংযোগ রয়েছে, সে ব্যাপারে একমত সকলে।
10/12
চিনের বিজ্ঞানীদের দাবি, তাঁদের এই আবিষ্কার আগামী দিনে গবেষণার পথ আরও প্রশস্ত করবে। গোটা পৃথিবী যে আদতে সমন্বিত গতিশীল গঠনতন্ত্রের অংশ, আগামী দিনে কোনও সন্দেহ থাকবে না তা নিয়ে।
চিনের বিজ্ঞানীদের দাবি, তাঁদের এই আবিষ্কার আগামী দিনে গবেষণার পথ আরও প্রশস্ত করবে। গোটা পৃথিবী যে আদতে সমন্বিত গতিশীল গঠনতন্ত্রের অংশ, আগামী দিনে কোনও সন্দেহ থাকবে না তা নিয়ে।
11/12
তবে নয়া এই গবেষণাপত্র বিজ্ঞানীদের নতুন করে ভাবাতেও শুরু করেছে। পৃথিবীর অন্তঃস্থলে যে অনেক রহস্য চাপা পড়ে রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার ভূকম্পনবিদ জন ভিন্দেলের মতে, বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। নিত্য নতুন তথ্য তুলে আনছেন। কিন্তু সম্পূর্ণ ধারণা গড়ে তোলার জন্য তা এখনও যথেষ্ট নয়।
তবে নয়া এই গবেষণাপত্র বিজ্ঞানীদের নতুন করে ভাবাতেও শুরু করেছে। পৃথিবীর অন্তঃস্থলে যে অনেক রহস্য চাপা পড়ে রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার ভূকম্পনবিদ জন ভিন্দেলের মতে, বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। নিত্য নতুন তথ্য তুলে আনছেন। কিন্তু সম্পূর্ণ ধারণা গড়ে তোলার জন্য তা এখনও যথেষ্ট নয়।
12/12
এর আগে, গত বছর ভিন্দেল নিজের গবেষণায় দাবি করেছিলেন যে, পৃথিবীর অন্তঃস্থলের গতি প্রতি ছ’বছর অন্তর পরিবর্তিত হয়। ১৯৬০-এর শেষ দিকে এবং ১৯৭০-র গোড়ার দিকের দু’টি পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গকে পর্যবেক্ষণ করে ওই দাবি করেন তিনি। ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তিত হয়েছে এবং তার পর থেকে বিশেষ কোনও পরিবর্তন ঘটেনি বলেও দাবি করেন তিনি।
এর আগে, গত বছর ভিন্দেল নিজের গবেষণায় দাবি করেছিলেন যে, পৃথিবীর অন্তঃস্থলের গতি প্রতি ছ’বছর অন্তর পরিবর্তিত হয়। ১৯৬০-এর শেষ দিকে এবং ১৯৭০-র গোড়ার দিকের দু’টি পরমাণু বিস্ফোরণের ফলে সৃষ্ট তরঙ্গকে পর্যবেক্ষণ করে ওই দাবি করেন তিনি। ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে পৃথিবীর অন্তঃস্থলের গতি পরিবর্তিত হয়েছে এবং তার পর থেকে বিশেষ কোনও পরিবর্তন ঘটেনি বলেও দাবি করেন তিনি।

আরও জানুন প্রযুক্তি

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Victory Parade Live: সেজে উঠছে মুম্বই, টিম ইন্ডিয়ার বাস প্যারেডে বিনামূল্যে প্রবেশাধিকারের ঘোষণা এমসিএ-র
সেজে উঠছে মুম্বই, টিম ইন্ডিয়ার বাস প্যারেডে বিনামূল্যে প্রবেশাধিকারের ঘোষণা এমসিএ-র
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Advertisement
ABP Premium

ভিডিও

Indian Cricket Team: ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বকাপজয়ীরা, টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদিরArpita Mukherjee: জেলে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চায় আয়কর দফতরFilm Star: খানসার-এর ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন পর্ব এবার, শ্যুটিংয়ে ফিরছেন প্রভাস, দ্বিতীয় অধ্যায়ে শুরু হচ্ছে সালারHoy Ma Noy Bouma: ধারাবাহিক মিঠিঝোরা-র কাহিনিতে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ের পর্ব সেরে অফস্ক্রিনের গল্প শোনাল দুজনে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Victory Parade Live: সেজে উঠছে মুম্বই, টিম ইন্ডিয়ার বাস প্যারেডে বিনামূল্যে প্রবেশাধিকারের ঘোষণা এমসিএ-র
সেজে উঠছে মুম্বই, টিম ইন্ডিয়ার বাস প্যারেডে বিনামূল্যে প্রবেশাধিকারের ঘোষণা এমসিএ-র
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Rohit Sharma: 'ঘরে ফিরছি...আপনাদের চাই', বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?
'ঘরে ফিরছি...আপনাদের চাই', বিশ্বজয় উদযাপনে সবাইকে ডাকলেন রোহিত, কবে? কোথায়? কখন?
Embed widget