এক্সপ্লোর
Google: চুপিচুপি আপনার সব কথা শুনছে গুগল ? কীভাবে টের পাবেন ?
Google Hacking: আমাদের স্মার্টফোনে আমরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করে থাকি, সেগুলি অনেকক্ষেত্রেই আমাদের ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করে। গুগলও কি আড়ি পাতে আমাদের ফোনে ?

গুগল যাতে তথ্য চুরি করতে না পারে, কী করবেন ?
1/10

আমাদের স্মার্টফোনে আমরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করে থাকি, সেগুলি অনেকক্ষেত্রেই আমাদের ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করে।
2/10

অ্যাপকে পারমিশন দেওয়া থাকলে এই ক্যামেরা বা মাইক্রোফোনের মাধ্যমে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার একটা সম্ভাবনা থাকে।
3/10

গুগল বলছে ফোনে যদি ভয়েস ও অডিয়ো অ্যাক্টিভিটি সেটিংস বন্ধ থাকে তাহলে আপনার কোনো ভয়েস ইনপুট গুগল অ্যাকাউন্টে সেভ হবে না।
4/10

গুগল মাঝে মাঝেই ইউজারদের জন্য নানারকম ফিচার্স নিয়ে আসে। ডেটা ও প্রাইভেসি নিয়েও কিছু ফিচার্স আছে গুগলের।
5/10

এই ধরনের ফিচার্সের সাহায্যে ফোনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে সহজেই গুগল অডিও সংগ্রহ করে নিতে পারে।
6/10

গুগল এটিকে কমান্ড শোনা ও বিপণন ব্যবস্থা আরও ভাল করার চেষ্টা বলে দাবি করেছে, কিন্তু তা সত্ত্বেও এটি একপ্রকার গোপনীয়তা লঙ্ঘন।
7/10

এই বিষয় থেকে বাঁচতে হলে অ্যানড্রয়েড বা ট্যাবলেটের সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে যেতে হবে ডেটা ও প্রাইভেসি বিকল্পে।
8/10

এরপরে আপনাকে যেতে হবে হিস্ট্রি সেটিংস অপশনে। এর অধীনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে।
9/10

এর মধ্যে আপনি দেখতে পাবেন Include Voice and Audio Activity অপশনের চেকবক্স। এই চেকবক্সটি আনচেক করে রাখতে হবে।
10/10

image 10
Published at : 17 Oct 2024 02:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
