এক্সপ্লোর
Elon Musk: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করতে চলেছেন এলন মাস্ক
AI Company: এলন মাস্কের এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সংস্থার নাম X.AI Corp। বিভিন্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও X.AI Corp- এর সম্পর্কে বিশদে কোনও তথ্য এখন জানা যায়নি।
ফাইল ছবি
1/10

বর্তমানে চারদিকে বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার ব্যবহার নিয়ে হইচই শুরু হয়েছে।
2/10

এলন মাস্কও এই AI- এর ব্যবহার বন্ধ করার প্রযঙ্গে একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন কিছুদিন আগে। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের ছয় মাসের মাথাতেই শোনা গেল এলন মাস্কের নিজস্ব AI প্ল্যাটফর্ম বা মাধ্যম লঞ্চ হতে চলেছে।
Published at : 17 Apr 2023 05:37 PM (IST)
আরও দেখুন






















