এক্সপ্লোর
Car AC: গাড়ির এসি থেকে কীভাবে সবচেয়ে কম সময়ে বেশি ঠাণ্ডা পাবেন? জেনে নিন কিছু সহজ টিপস
Tech Tips: গাড়ির এয়ার কন্ডিশনার কীভাবে আপনার গাড়িকে সবচেয়ে ভালভাবে ঠাণ্ডা রাখবে, জেনে নিন।
প্রতীকী ছবি
1/10

আজকাল প্রযুক্তির উন্নতিতে গাড়িতেও এয়ার কন্ডিশনার লাগানোর বন্দোবস্ত রয়েছে। এই গাড়ির এসি কীভাবে ভালভাবে কাজ করবে, আপনার গাড়িকে ঠাণ্ডা রাখবে তা জেনে নিন।
2/10

প্রতিদিন গাড়ি ব্যবহার করার সময় কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার গাড়ির এসির সাহায্যে খুব ভালভাবেই গাড়ি ঠাণ্ডা হবে।
3/10

গাড়ি পার্ক করার সময় অর্থাৎ কোথাও গেলে গাড়ি রাখার সময় খুব রোদের মধ্যে না রেখে সম্ভব হলে ঠাণ্ডা বা ছায়াঘেরা জায়গায় গাড়ি রাখুন।
4/10

সাধারণত রোদের মধ্যে গাড়ি রাখলে, এমনিতেই গাড়ির ভিতরের অংশ গরম হয়ে যায়। ফলে এসি চালালেও গাড়ির ভিতর ঠাণ্ডা হতে অনেকসময় লাগে। অনেকক্ষেত্রে ভালভাবে ঠাণ্ডা হয়ও না সাময়িক সময়ের জন্য।
5/10

যদি ছায়াঘেরা অঞ্চল না পান, তাহলে গাড়ি পার্ক করার সময় জানলা বন্ধ রাখুন। এটা গাড়ির জন্য নিরাপদ। তাছাড়া বাইরের গরম হাওয়া গাড়ির ভিতরে ঢুকতে পারবে না।
6/10

গাড়ি পার্ক করার পর যখন ফের আপনি গাড়ি চালাতে যাবেন, তার আগে ভাল করে জানলা খুলে ভিতরের হাওয়া বাইরে বের করে দিন। এরপর গাড়ির জানলা বন্ধ করে এসি চালান। তাহলে দ্রুত গাড়ি ঠাণ্ডা হবে।
7/10

অনেক গাড়িতেই আজকাল সানরুফ থাকে। এসি চালানোর সময় এই সানরুফের দিকেও খেয়াল রাখতে হবে। গাড়ি অনেকক্ষণ চড়া রোদে দাঁড় করানো থাকলে জানলার পাশাপাশি সানরুফ খুলেও ভিতরের গরম হাওয়া বের করে দিন। এরপর এসি চালালে গাড়ির কম সময়ে ভালভাবে ঠাণ্ডা হবে।
8/10

গাড়ির এসি বা এয়ার কন্ডিশনার ভাল রাখার জন্য গাড়ির ভিতরের অংশ পরিষ্কার রাখাও প্রয়োজন। এসির ভেন্টগুলিতে ধুলো জমে থাকলে নানা ধরনের সমস্যা হতে পারে।
9/10

প্রতিদিন গাড়ি চালানোর সময় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললেই আপনার গাড়ির এসি দীর্ঘমেয়াদিও হবে। অর্থাৎ অনেকদিন পর্যন্ত ভাল থাকবে গাড়ির এসি।
10/10

তাই গাড়ির এসি যাতে ভালভাবে কাজ করে, আপনার গাড়ি কম সময়ে ভালভাবে ঠাণ্ডা হয় সেইজন্য উপরে উল্লিখিত সহজ কয়েকটি নিয়ম মেনে চলুন।
Published at : 11 Aug 2022 12:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























