এক্সপ্লোর
Sanchar Saathi Portal: ফোন চুরি গেলেও সহজেই খোঁজ! শুধু একটি আবেদন, কীভাবে?
Mobile Tracking System: কীভাবে আবেদন করা যাবে? কী কী তথ্য প্রয়োজন?
নিজস্ব চিত্র
1/10

এখন মুঠোফোনেই বন্দি জীবন। গুরুত্বপূর্ণ কাজ থেকে গ্যাস বুকিং, টাকা লেনদেন থেকে গল্পগাছা সবই এখন মোবাইলেই চলে। এককথায় কাজ থেকে বিনোদন- সবই এখন মোবাইল ফোন নির্ভর। তাই হঠাৎ মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কার্যত মাথায় বাজ পড়ে।
2/10

যেহেতু বহু ব্যক্তিগত তথ্য থাকে মোবাইল ফোনে। তাই মুঠোফোন হাতছাড়া হলে বিপদেরও সম্ভাবনা থাকে। কারণ সেই তথ্য় বেহাত হওয়ার সম্ভাবনা থাকে। দুষ্কৃতীদের হাতে পড়লে ক্ষতিও হতে পারে। এই উদ্বেগ এখন থেকে অনেকটাই কমে যাবে। তার পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ।
Published at : 18 May 2023 02:25 PM (IST)
আরও দেখুন






















