এক্সপ্লোর
Mukesh Ambani Speech: এবার ফ্রিতে ৫জি সিম ? রিলায়েন্সের বার্ষিক সভায় এই ঘোষণা করলেন মুকেশ অম্বানি
Reliance AGM Meet 2022:কোম্পানির সাধারণ বার্ষিক সভা থেকে এবার জিও ৫জি-র ঘোষণা করলেন মুকেশ অম্বানি। দীপাবলির মধ্য়ে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে শুরু হয়ে যাবে দেশের দ্রুততম নেটওয়ার্ক পরিষেবা।
মুকেশ অম্বানির সঙ্গে তাঁর ছেলে আকাশ।
1/11

এদিন বার্ষিক সভায় অম্বানি বলেন, ''Jio-এর 5G একটি সত্যিকারের 5G পরিষেবা হিসাবে প্রমাণিত হবে। ৪জি পরিষেবার ভিত্তি নিয়ে এই পরিষেবা তৈরি করেনি কোম্পানি।''
2/11

তিনি জানান, কেবল Jio-র কাছে 700 MHz স্পেকট্রাম রয়েছে। Jio 5G-এর কভারেজ দুর্দান্ত হবে
3/11

এজিএম-এ মুকেশ অম্বানি বলেছেন যে, Jio 5G হবে বিশ্বের বৃহত্তম 5G নেটওয়ার্ক। প্রাথমিকভাবে ৫টি শহরে 5G পরিষেবা দেওয়া হবে।
4/11

Qualcomm- এর সঙ্গে যুক্ত হয়ে ভারতে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে জিও।
5/11

চলতি বছর অক্টোবর চার শহরে জিও-র ৫জি পরিষেবা চালু হলেও ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা চালু করবে রিলায়েন্স জিও।
6/11

এন্ড-টু-এন্ড ওয়্যারলেস ৫জি এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও সংস্থা Jio Air Fiber পরিষেবার কথাও ঘোষণা করেছে।
7/11

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে রিলায়েন্স জিও অ্যাফোর্ডেবল রেঞ্জে ৫জি স্মার্টফোনও লঞ্চ করবে বলে জানা গিয়েছে।
8/11

জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন Jio Air Fiber পরিষেবার মাধ্যমে ইউজাররা Gigabit-speed ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাও ওয়্যারলেস পদ্ধতিতে।
9/11

এই ওয়্যারলেস ডিভাইস পাওয়ার সোর্স হিসেবে প্লাগ-ইন করা যাবে এবং ওয়াই-ফাই হটস্পট হিসেবেও কাজ করবে।
10/11

রিলায়েন্স জিও-র পাশাপাশি ভারতের অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেমন ভোডাফোন-আইডিয়া, ভারতী এয়ারটেল- এই সংস্থাগুলিও ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার দৌড়ে সামিল হয়েছে।
11/11

শোনা যাচ্ছে, এয়ারটেলও অক্টোবরের মধ্যেই নাকি ভারতে ৫জি পরিষেবা চালু করবে।
Published at : 29 Aug 2022 07:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
