এক্সপ্লোর
Mukesh Ambani Speech: এবার ফ্রিতে ৫জি সিম ? রিলায়েন্সের বার্ষিক সভায় এই ঘোষণা করলেন মুকেশ অম্বানি
Reliance AGM Meet 2022:কোম্পানির সাধারণ বার্ষিক সভা থেকে এবার জিও ৫জি-র ঘোষণা করলেন মুকেশ অম্বানি। দীপাবলির মধ্য়ে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে শুরু হয়ে যাবে দেশের দ্রুততম নেটওয়ার্ক পরিষেবা।
মুকেশ অম্বানির সঙ্গে তাঁর ছেলে আকাশ।
1/11

এদিন বার্ষিক সভায় অম্বানি বলেন, ''Jio-এর 5G একটি সত্যিকারের 5G পরিষেবা হিসাবে প্রমাণিত হবে। ৪জি পরিষেবার ভিত্তি নিয়ে এই পরিষেবা তৈরি করেনি কোম্পানি।''
2/11

তিনি জানান, কেবল Jio-র কাছে 700 MHz স্পেকট্রাম রয়েছে। Jio 5G-এর কভারেজ দুর্দান্ত হবে
Published at : 29 Aug 2022 07:12 PM (IST)
আরও দেখুন






















