এক্সপ্লোর
Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে তিনটি নতুন স্মার্টফোন, দাম থাকবে সাধ্যের দাম, নজর কাড়বে দুর্দান্ত ফিচার, রইল তালিকা
Upcoming Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪ পাওয়ার, লাভা ইয়ুভা ৪ প্র ৫জি এবং টেকনো স্পার্ক ২০- এই তিনটি স্মার্টফোন। কী কী ফিচার থাকতে পারে এই তিনটি ফোনে? দেখে নেওয়া যাক।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ভারতে লাভা সংস্থার ফোন Lava Yuva 3 Pro লঞ্চ হয়েছিল গতবছর ডিসেম্বর মাসে। এবার তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে Lava Yuva 4 Pro 5G ফোন।
2/10

বলা হচ্ছে, Lava Yuva 4 Pro 5G ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও অনুমান, লাভা সংস্থার এই ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এই ফোন লঞ্চ হতে পারে নীল রঙের শেডে। আর এই ফোনে থাকতে পারে কার্ভ এজ।
3/10

Lava Yuva 4 Pro 5G ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং তার সঙ্গে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। গোলাকার ক্যামেরা আইল্যান্ডের মধ্যে সাজানো থাকবে সেনসর। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে Lava Yuva 4 Pro 5G ফোনে। এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকার কথা শোনা গিয়েছে।
4/10

Lava Yuva 4 Pro 5G ফোনের প্রসেসরের সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স- এর সাপোর্টে। দুটো অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও শোনা যাচ্ছে, ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
5/10

টেকনো স্পার্ক ২০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকেই কেনা যাবে টেকনো স্পার্ক ২০ ফোন।
6/10

টেকনো স্পার্ক ২০ ফোনে টেকনো সংস্থার বিশেষ ডায়নামিক পোর্ট থাকতে চলেছে। এই ফিচার অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ডের মতো যা আইফোনে দেখা যায়। টেকনো স্পার্ক ২০ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না।
7/10

অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে টেকনো স্পার্ক ২০ ফোনের দাম ১০,৪৯৯ টাকার আশপাশে হতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সাইবার হোয়াইট, গ্র্যাভিটি ব্ল্যাক, ম্যাজিক স্কিন ব্লু এবং নিওন গোল্ড- এইসব রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ ফোন।
8/10

মোটোরোলা সংস্থার নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এবার আসতে চলেছে মোটো 'জি' সিরিজের ফোন মোটো জি২৪ পাওয়ার। গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু- এই দুই শেডে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪ পাওয়ার ফোন।
9/10

শোনা যাচ্ছে, মোটো জি২৪ পাওয়ার ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চের পর মোটো জি২৪ পাওয়ার ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোটো 'জি' সিরিজের এই ফোন লঞ্চ হতে চলেছে ৩০ জানুয়ারি।
10/10

ফ্লিপকার্ট ছাড়াও মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। মোটো জি২৪ পাওয়ার ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে বলে শোনা গিয়েছে।
Published at : 27 Jan 2024 11:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
