এক্সপ্লোর
ছবিতে দেখুন: চিড়িয়াখানায় বার্ড ফ্লু-সতর্কতা, পাখিরা কেমন থাকছে, চলছে নজরদারি

1/12

জীবাণুনাশক স্প্রে করছেন কর্মীরা।
2/12

এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আগেভাগেই তত্পরর আলিপুর চিড়িয়াখানা।
3/12

কেরল ও হরিয়ানা, দুই জেলাতেই শুরু হয়েছে মুরগি ও পক্ষীনিধন।
4/12

দিল্লিতে গত কয়েকদিনে বহু কাকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে।
5/12

সম্প্রতি, ছত্তীসগঢ়ের বালোড জেলাতে পরপর পাখির মৃত্যু উৎকণ্ঠা আরও বাড়িয়েছে।
6/12

অ্যাডভাইসরিতে বলা হয়, কোনও জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগি মারা গেলে অবিলম্বে তা জানাতে হবে প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য দফতরকে।
7/12

সোমবারই বার্ড ফ্লু নিয়ে কলকাতা-সহ সব জেলাকে সতর্ক করে স্বাস্থ্য দফতর।
8/12

নিয়মিত পরীক্ষা করা হচ্ছে পাখিদের বর্জ্য।
9/12

চিড়িয়াখানার পাখিদের ওপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে পরিযায়ী পাখিদের ওপর।
10/12

করোনা আবহের মধ্যেই, নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। কলকাতা–সহ সব জেলাকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বার্ড ফ্লু নিয়ে সতর্কতা জারি হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও। পাখিদের খাঁচা, গাছ ও জলাশয়গুলিতে বিশেষ জীবাণুনাশক ছড়ানো হচ্ছে।
11/12

চিড়িয়াখানার পাখি ও পরিযায়ী পাখিদের উপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষা করা হচ্ছে বর্জ্য পদার্থ।
12/12

দশ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। সতর্ক আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাখির খাঁচা, গাছ ও জলাশয়গুলিতে ছড়ানো হল বিশেষ জীবাণুনাশক।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
Advertisement
ট্রেন্ডিং
