এক্সপ্লোর
Valentine Day Gifts:সেলফিতে আগ্রহী গার্লফ্রেন্ড! ভ্যালেন্টাইন ডে-তে স্মার্টফোন দিতে চান?

1/6

সেলফি নিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের আগ্রহও কম নয়। সামনেই ভ্যালেন্টাইন ডে। আর এই দিনে স্ত্রী বা গার্লফ্রেন্ডের যদি ফটো তোলায় আগ্রহ থাকে, তাহলে স্মার্টফোন উপহার দিতে পারেন। বাজারে এমন অনেক স্মার্টফোন রয়েছে, যেগুলি সেলফির জন্য খুবই উপযুক্ত। এই সব ফোনগুলিতে রয়েছে দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা। ফোটোগ্রাফির জন্য সাম্প্রতিক ফোনগুলিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর ব্যবহার সেলফির জন্য হয়ে থাকে। আজকাল বাজারে এ ধরনের স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি। দেখে নেওয়া যাক এমনই পাঁচটি সেরা সেলফি ক্যামেরা ফোন সম্পর্কে কিছু তথ্য।
2/6

অপ্পো রেনো ৪ প্রো- সেলফির জন্য অপ্পো রেনো ৪ প্রো খুবই ভালো স্মার্টফোন। এই ফোনে পাঁচ ক্যামেরা রয়েছে, যাতে মেন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সঙ্গে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে খুব ভালো সেলফি তোলা যায়। ফোনে দেওয়া হয়েছে আল্ট্রা ওয়াইড লেন্স ও লেজার ফোকাস সেন্সর। এতে রয়েছে ৮ জিবি র্যা ম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি অক্টাকোর প্রোসেসর। ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন।
3/6

পোকো এক্স ২- অপেক্ষাকৃত স্বল্প বাজেটে খুব ভালো সেলফি ফোন পোকো এক্স ২। এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা অপশন। প্রায় ২০ হাজার টাকা দাম এই ফোনের। ফোনে ৬৪ এমপি-র মেন ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি ফ্রন্ট ক্যামেরা সেন্সর ২০ এমপি ও সেকেন্ডারি ক্যামেরা সেন্সর ২ এমপি। ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, যাতে পাঞ্চ হোল ক্যামেরা সেট আপ রয়েছে। এই স্মার্টফোনে রয়েছে ৬ জিবি র্যা ম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ জি প্রোসেসর।
4/6

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এস- এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে। সেই সঙ্গে সোনি আইএমএক্স৬৮২ সেন্সরও রয়েছে। এতে ১২ এমপি ডেপ্থ সেন্সর ও ৫ এমপি ম্যাক্র্রো শ্যুটারও রয়েছে। এই স্মার্টফোনে সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোন অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক। এতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে। ফোনে রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন, অক্টাকোর ইক্সিনোস ৯৬১১ প্রোসেসর ও ৮ জিবি র্যা ম।
5/6

রিয়েলমি X50 5G- সেলফির জন্য রিয়েলমি X50 5G বেশ ভালো বিকল্প। এই ফোনে রয়েছে খুব ভালো ডুয়াল ক্যামেরা। এই ফোনে মোট ছয়টি ক্যামেরা পাওয়া যাবে। এরমধ্যে ফ্রন্টে ৩২ এমপি ক্যামেরা ও ৮ এমপি-র ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। রিয়ারে রয়েছে ৬৪ এমপি মেন ক্যামেরা লেন্স। এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রোসেসর। এর ব্যাটারি ৪২০০ এমএএইচ। ফোনে রয়েছে ১২ জিবি র্যা ম ও ২৫৬ আরওএম। এতে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনের দাম ৪০ হাজার টাকার বেশি।
6/6

রিয়েলমি এক্স ৩ সুপার জুম-এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৪ এমপি মেন ক্যামেরা ও ৩২ এমপি ফ্রন্ট সেলফি ক্যামেরা। রিয়েলমি এক্স ৩ সুপার জুমে ডিম-লাইটে ভালো ফটোগ্রাফির জন্য নাইটস্কেপ ৪.০ ফিচার দেওয়া হয়েছে। ফোনে রয়েছে ট্রাইপোড মুড ও আল্ট্রা নাইটস্কেপের মতো ফিচার। এই ফোনে ১২ জিবি র্যা ম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রোসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে ৬.৫৭ ইঞ্জির এইচডি স্ক্রিন। এই ফোন ৩০ থেকে ৩৫ হাজার টাকায় কেনা যাবে।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
