এক্সপ্লোর
Valentine Day Gifts:সেলফিতে আগ্রহী গার্লফ্রেন্ড! ভ্যালেন্টাইন ডে-তে স্মার্টফোন দিতে চান?
1/6

সেলফি নিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের আগ্রহও কম নয়। সামনেই ভ্যালেন্টাইন ডে। আর এই দিনে স্ত্রী বা গার্লফ্রেন্ডের যদি ফটো তোলায় আগ্রহ থাকে, তাহলে স্মার্টফোন উপহার দিতে পারেন। বাজারে এমন অনেক স্মার্টফোন রয়েছে, যেগুলি সেলফির জন্য খুবই উপযুক্ত। এই সব ফোনগুলিতে রয়েছে দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা। ফোটোগ্রাফির জন্য সাম্প্রতিক ফোনগুলিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর ব্যবহার সেলফির জন্য হয়ে থাকে। আজকাল বাজারে এ ধরনের স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি। দেখে নেওয়া যাক এমনই পাঁচটি সেরা সেলফি ক্যামেরা ফোন সম্পর্কে কিছু তথ্য।
2/6

অপ্পো রেনো ৪ প্রো- সেলফির জন্য অপ্পো রেনো ৪ প্রো খুবই ভালো স্মার্টফোন। এই ফোনে পাঁচ ক্যামেরা রয়েছে, যাতে মেন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। সঙ্গে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে খুব ভালো সেলফি তোলা যায়। ফোনে দেওয়া হয়েছে আল্ট্রা ওয়াইড লেন্স ও লেজার ফোকাস সেন্সর। এতে রয়েছে ৮ জিবি র্যা ম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি অক্টাকোর প্রোসেসর। ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন।
Published at :
আরও দেখুন






















