শুরু হচ্ছে ভালবাসার সপ্তাহ। প্রিয় মানুষের থেকে উপহার পেতে কার না ভাললাগে। নিজের অনুভূতি প্রকাশ করা যেতেই পারে এই সময়। সারা বিশ্বের মানুষ ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট ফিস্টের প্রতি ভালবাসা জানিয়ে এই দিনগুলি পালন করে থাকেন। ৭ ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে এই পর্বের সূচনা হয়। নতুন কিছু শুরু করার প্রতীক সাদা গোলাপ। অনুভূতি প্রকাশ করার মাধ্যম গোলাপি রঙের গোলাপ। বন্ধুত্ব করার জন্য আদর্শ হলুদ গোলাপ। লাল গোলাপের মাধ্যমে প্রকাশ করা হয় ভালবাসা।
2/8
চকোলেট পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা খুব কম। ৯ ফেব্রুয়ারি প্রিয় মানুষকে চকোলেট দিয়ে সারপ্রাইজ দিতেই পারেন।
3/8
নিজের অনুভূতি প্রকাশ করার জন্য নির্দিষ্ট দিন প্রপোজ ডে। এই দিনে নিজের ভালবাসার কথা জানাতেই পারেন প্রিয় মানুষকে। ৮ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিন।
4/8
১০ ফেব্রুয়ারি পালন করা হয় টেডি ডে। অনেকেই ভালবাসার মানুষকে এই উপহার দিয়ে থাকেন।
5/8
সম্পর্কের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। যা তাকে আরও বেশি দৃঢ় করে। ১১ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিনটি।
6/8
সপ্তাহের ষষ্ঠ দিন পালন করা হয় আলিঙ্গন দিবস। ভালবাসার উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিন প্রিয়জনকে।
7/8
আর সব শেষে ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসার এই দিন উদযাপন করুন প্রিয়জনের সঙ্গে। উপহার আদানপ্রদানের পাশাপাশি তাঁকে কতটা ভালবাসেন তাও বুঝিয়ে দিন।
8/8
ভ্যালেন্টাইন্স উইকের সপ্তম দিন চুম্বন দিবস। অনেকের মতে, শব্দ দিয়ে প্রকাশ যায় না এমন কিছু বোঝানো যায় চুম্বনের মাধ্য়মে।