কলকাতায় লকডাউন অমান্য করে বসল বাজার। কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে, নারকেলডাঙার গুরুদাস রোডে রাস্তার ওপরেই সবজি, মাছ, মাংস নিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে ক্রেতাদের ভিড়ও যথেষ্ট। যদিও মূল বাজারের গেট বন্ধ।
2/4
মালদার ইংরেজবাজারের অন্তত দুটি বাজারে পুলিশের অভিযান। লকডাউন বিধি ভাঙার অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে। ঘোড়াপীড় মোড় বাজারে পুলিশের গাড়ি পৌঁছতেই সবজি ও মাছ বিক্রেতারা পসরা ফেলে পালাতে শুরু করেন। পালিয়ে যান ক্রেতারাও। কৃষ্ণপল্লি তুলসি মোড়ে বাজারে অভিযান চালায় পুলিশ। পুলিশের গাড়ি দেখে বাজার ছেড়ে পালান বিক্রেতারা । এখান থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
3/4
লকডাউন অমান্য করে বাঁকুড়া পুরসভা এলাকার লালবাজারের স্নানঘাটে বাজার বসেছে। রাস্তার দুই পাশেই বসেছেন বিক্রেতারা। সবজি বিক্রেতা ও ক্রেতাদের অনেকের মুখেই মাস্ক নেই। ভিড় রয়েছে বাজারে। পরে ওই বাজার পুলিশ গিয়ে বন্ধ করে দেয়।
4/4
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে অকারণে রাস্তায় বেরনোর জন্য পুলিশের কড়া শাস্তির মুখে পড়লেন পথচারীরা। আজ মেদিনীপুর শহরের বটতলা চকে অকারণে রাস্তায় বেরনোর জন্য দফায় দফায় তিনজনকে কানধরে ওঠবোস করাল পুলিশ। নাকা তল্লাশি চলার সময় কোতোয়ালি থানার পুলিশ বিনা কারণে ঘুরে বেড়ানোর জন্য লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়।