এক্সপ্লোর
ফিরছে না হুঁশ! সাপ্তাহিক লকডাউনেও খোলা বাজার, অবাধে চলল কেনাবেচা
1/4

কলকাতায় লকডাউন অমান্য করে বসল বাজার। কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে, নারকেলডাঙার গুরুদাস রোডে রাস্তার ওপরেই সবজি, মাছ, মাংস নিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে ক্রেতাদের ভিড়ও যথেষ্ট। যদিও মূল বাজারের গেট বন্ধ।
2/4

মালদার ইংরেজবাজারের অন্তত দুটি বাজারে পুলিশের অভিযান। লকডাউন বিধি ভাঙার অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে। ঘোড়াপীড় মোড় বাজারে পুলিশের গাড়ি পৌঁছতেই সবজি ও মাছ বিক্রেতারা পসরা ফেলে পালাতে শুরু করেন। পালিয়ে যান ক্রেতারাও। কৃষ্ণপল্লি তুলসি মোড়ে বাজারে অভিযান চালায় পুলিশ। পুলিশের গাড়ি দেখে বাজার ছেড়ে পালান বিক্রেতারা । এখান থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
Published at :
আরও দেখুন






















