চিকিত্সকরা জানান, অজয়ের ডায়াফ্রাম পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে এবং তাঁকে সারা জীবন ভেন্টিলেশনে থাকতে হবে।
2/7
এই ঘটনার পর অজয়কে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়।
3/7
এই নার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তা ডায়াফ্রাম নিয়ন্ত্রণ করে এবং শ্বাস গ্রহণের সময় অত্যন্ত জরুরি
4/7
এরইমধ্যে একবার এই ম্যাসাজের পর তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয়। তিনি চিকিত্সকদের দ্বারস্থ হন। এমআরআই করে চিকিত্সকরা দেখতে পান, অজয়ের ঘাড়ে গুরুতর চোট লেগেছে। ঘাড়ে ম্যাসাজ থেকেই তাঁর ওই চোট লাগে। ম্যাসাজের জন্য তাঁর ফ্রেনিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়।
5/7
অজয় কুমার নামে ৫৪ বছরের এক ব্যক্তি চুল ছাঁটার পর প্রায়ই ঘাড়ে ম্যাসাজ করাতেন।
6/7
চিকিত্সকদের মতে, ঘাড় ম্যাসাজ করাতে গিয়ে শ্বাসযন্ত্র সংক্রান্ত ব্যবস্থার ক্ষতি হয়ে যেতে পারে।
7/7
সেলুনে গিয়ে অনেকেই চুল ছাঁটার পর ঘাড়-মাথারও মালিশ করান। এতে বেশ আরাম পাওয়া যায়। কিন্তু এভাবে ম্যাসাজ কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। এমনই একটি ঘটনা সামনে এসেছে। সব ছবি-গেটি ইমেজ