এক্সপ্লোর
দেখুন, পাকিস্তানে দেনা উসুল করতে ছিনিয়ে নেওয়া হল তরুণীকে
1/8

পাঁচশো মার্কিন ডলার ধার নিয়ে আর শোধ দিতে পারেনি পাকিস্তানের একটি পরিবার। দেনা উসুল করতে সেই পরিবারের ১৪ বছর বয়সি একটি মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হল
2/8

দক্ষিণ পাকিস্তানে এটা খুবই পরিচিত ঘটনা। একবার ঋণ নিলে তার ফাঁস থেকে আর বেরোনো যায় না। আর এখানে আমেরি ও তাঁর মেয়েরা সম্পত্তি ছাড়া আর কিছুই নয়। ঋণ শোধ, বিবাদ নিষ্পত্তি বা কোনও জমিদার যদি তার শ্রমিকের ওপর শোধ নিতে চায় তাহলে প্রথম কোপটাই নেমে আসে জীভতিদের ওপরই। অনেক সময় ঋণভারে জর্জরিত বাবা-মাই মহাজনের হাতে তুলে দিয়ে আসতে বাধ্য হন মেয়েকে
Published at : 24 Dec 2016 04:25 PM (IST)
View More






















