এক্সপ্লোর
সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এমএনএস নেতার 'মুখোশ'' খুলে দিতে চান অভিনেত্রী
1/9

অভিনেত্রীর দাবি, আলতাফ তাঁকে মাদক ব্যবহারে অভ্যস্ত করে। তিনি যখন মাদকাসক্ত হয়ে পড়েন তখন তিনি আলতাফের হাতের পুতুলে পরিণত হয়ে যান। তাঁকে আটকে রাখে। তাঁর অভিযোগ, আলতাফ তাঁর ওপর জোর খাটিয়ে যা ইচ্ছে তাই করত। আটক রাখার সময় তাঁকে গণধর্ষণ করা হয় বলেও অভিনেত্রীর অভিযোগ। অভিযোগ, একদিন আলতাফের ঘরে কোনও এক মহিলার পোশাক দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়েন ওই অভিনেত্রী। খুন হয়ে যাওযার আশঙ্কায় তিনি পালিয়ে দেহরাদূনে নিজের বাবা-মার কাছে চলে আসেন। সেখানে মাদকাসক্তি কাটানোর চিকিত্সার পর তিনি মুম্বইয়ে ফিরে এসে আলতাফের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
2/9

জানা গিয়েছে, এই অভিনেত্রী বলিউডে কোনও সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ খুঁজছিলেন। এই সময়ই আলতাফের সঙ্গে তাঁর পরিচয় হয়। আলতাফ নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দেয় এবং ওই অভিনেত্রী লিড রোল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শেষপর্যন্ত যা ঘটল, তা ওই অভিনেত্রী আশঙ্কাও করতে পারেননি।
Published at : 05 Jul 2016 07:27 PM (IST)
View More






















