এক্সপ্লোর
নোকিয়া ২ ও নোকিয়া ৩ ক্রেতাদের ২০০০ টাকা ক্যাশব্যাক অফার এয়ারটেলের
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/19215129/nokia-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/8
![এতে রয়েছে ২১২ প্রোসেসর ও ১ জিবি RAM। ৮ জিবি ইন্টারন্যাল মেমোরির এই ফোনের মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/19215129/nokia-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এতে রয়েছে ২১২ প্রোসেসর ও ১ জিবি RAM। ৮ জিবি ইন্টারন্যাল মেমোরির এই ফোনের মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
2/8
![এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন, রেজোলিউশন 720x1280 পিক্সেল। সবচেয়ে বড় বিষয় হল এর ব্যাটারি ব্যাকআপ।এতে রয়েছে 4100mAh। এইচএমডি গ্লোবালের দাবি, একবার চার্জ করলে এই ফোন দুদিন চলবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/19215127/nokia-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন, রেজোলিউশন 720x1280 পিক্সেল। সবচেয়ে বড় বিষয় হল এর ব্যাটারি ব্যাকআপ।এতে রয়েছে 4100mAh। এইচএমডি গ্লোবালের দাবি, একবার চার্জ করলে এই ফোন দুদিন চলবে।
3/8
![নোকিয়া ২-র স্পেশিফিকেশন-ভারতের নোকিয়া ২-র দাম ৬,৯৯৯ টাকা। এতে রয়েছে ২ মেটাল ফ্রেম ও কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৭.১ নৌগট ওএসে চলে যা 8.0 ওরিও-তে আপগ্রেডেবল হবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/19215125/nokia-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নোকিয়া ২-র স্পেশিফিকেশন-ভারতের নোকিয়া ২-র দাম ৬,৯৯৯ টাকা। এতে রয়েছে ২ মেটাল ফ্রেম ও কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৭.১ নৌগট ওএসে চলে যা 8.0 ওরিও-তে আপগ্রেডেবল হবে।
4/8
![নোকিয়া ৩-র স্পেশিফিকেশন-এই ফোনের দাম ৯,৪৯৯ টাকা। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৭.১ নৌগট ওএসে চলে। এই ডিভাইসের সঙ্গে গ্রাহকরা গুগল ফটোজ অ্যাপে আনলিমিডেট ক্লাউড স্টোরেজ পাবেন। এর স্ক্রিন ৫ ইঞ্চির, যাতে রয়েছে 720×1280 রেজোলিউশনের 720×1280 পিক্সেল ডিসপ্লে।1.3GHz কোয়াডকোর মিডিয়াটেক প্রোসেসরের এই স্মার্টফোনের RAM ২ জিবি। রয়েছে ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এর ব্যাটারি 2650mAh। রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/19215124/mokia-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নোকিয়া ৩-র স্পেশিফিকেশন-এই ফোনের দাম ৯,৪৯৯ টাকা। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৭.১ নৌগট ওএসে চলে। এই ডিভাইসের সঙ্গে গ্রাহকরা গুগল ফটোজ অ্যাপে আনলিমিডেট ক্লাউড স্টোরেজ পাবেন। এর স্ক্রিন ৫ ইঞ্চির, যাতে রয়েছে 720×1280 রেজোলিউশনের 720×1280 পিক্সেল ডিসপ্লে।1.3GHz কোয়াডকোর মিডিয়াটেক প্রোসেসরের এই স্মার্টফোনের RAM ২ জিবি। রয়েছে ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এর ব্যাটারি 2650mAh। রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা।
5/8
![ক্রেতাদের জন্য ৪ জি স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্যে অংশীদারিত্বের ঘোষণা টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল এবং এইচএমডি গ্লোবালের।এয়ারটেলের মেরা পহেলে স্মার্টফোন উদ্যোগের আওতায় এই অংশীদারিত্ব। এর মাধ্যমে নোকিয়া ৩ ও নোকিয়া ২ ৪ জি স্মার্টফোন এবার ক্রেতারা এয়ায়টেলের কাছ থেকে আকর্ষণীয় ২০০০ টাকার ক্যাশব্যাক অফারে ক্রয়ের সুযোগ পাবেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/27233307/airtel-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্রেতাদের জন্য ৪ জি স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্যে অংশীদারিত্বের ঘোষণা টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল এবং এইচএমডি গ্লোবালের।এয়ারটেলের মেরা পহেলে স্মার্টফোন উদ্যোগের আওতায় এই অংশীদারিত্ব। এর মাধ্যমে নোকিয়া ৩ ও নোকিয়া ২ ৪ জি স্মার্টফোন এবার ক্রেতারা এয়ায়টেলের কাছ থেকে আকর্ষণীয় ২০০০ টাকার ক্যাশব্যাক অফারে ক্রয়ের সুযোগ পাবেন।
6/8
![এই অফারের সুযোগ নেওয়ার জন্য ক্রেতাকে দুটি ফোন বাজার দরেই কিনতে হবে। ২০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে এয়ারটেল ওয়ালেটে। ৩৬ মাস সময়ের মধ্যে দুটি কিস্তিতে এই ক্যাশব্যাক দেওয়া হবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/27233305/AIRTEL.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই অফারের সুযোগ নেওয়ার জন্য ক্রেতাকে দুটি ফোন বাজার দরেই কিনতে হবে। ২০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে এয়ারটেল ওয়ালেটে। ৩৬ মাস সময়ের মধ্যে দুটি কিস্তিতে এই ক্যাশব্যাক দেওয়া হবে।
7/8
![এজন্য প্রতি মাসে ১৬৯ টাকা করে রিচার্জ করে গ্রাহককে ১৮ মাসে কম করে ৩৫০০ টাকার রিচার্জ করতে হবে। এরপরই প্রথম ক্যাশব্যাক হিসেবে ৫০০ টাকা পাওয়া যাবে। পরের ১৮ মাসে কম করে ৩৫০০ টাকার রিচার্জ করলে ১,৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। সবমিলিয়ে গ্রাহক দু দফায় পাবেন ২০০০ টাকার ক্যাশব্যাক।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/13183052/airtel-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এজন্য প্রতি মাসে ১৬৯ টাকা করে রিচার্জ করে গ্রাহককে ১৮ মাসে কম করে ৩৫০০ টাকার রিচার্জ করতে হবে। এরপরই প্রথম ক্যাশব্যাক হিসেবে ৫০০ টাকা পাওয়া যাবে। পরের ১৮ মাসে কম করে ৩৫০০ টাকার রিচার্জ করলে ১,৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। সবমিলিয়ে গ্রাহক দু দফায় পাবেন ২০০০ টাকার ক্যাশব্যাক।
8/8
![ওই দুটি স্মার্টফোনের ক্ষেত্রেই এর সঙ্গেই রয়েছে এয়ারটেলের ১৬৯ টাকার রিজার্জ অফার। এই রিচার্জে প্রতিদিন এক জিবি করে ৪ জি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/12/24200238/bharti-airtel-pti-L-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওই দুটি স্মার্টফোনের ক্ষেত্রেই এর সঙ্গেই রয়েছে এয়ারটেলের ১৬৯ টাকার রিজার্জ অফার। এই রিচার্জে প্রতিদিন এক জিবি করে ৪ জি ডেটা এবং আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা।
Published at : 19 Feb 2018 09:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)