ফিল্মি লাইনে নায়িকাদের মধ্যে ঝগড়া আর কানাকানি নতুন কিছু নয়। এই প্রজন্মের মেয়েরা কিন্তু আলাদা। শুধু অন স্ক্রিনেই নন, অফ স্ক্রিনেও তাঁরা পরস্পরের ভীষণ বন্ধু।
11/12
অবশেষে জল্পনায় ইতি। সলমন বা হৃতিক নন, অনুষ্কা শর্মার সঙ্গে কর্ণ জোহরের অনুষ্ঠানে আসবেন তিনি।
12/12
কিছুদিন ধরে জল্পনা চলছিল কফি উইথ কর্ণ-এ কার সঙ্গে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফ।