এক্সপ্লোর
লক্ষ্য শাবকের জন্ম, চট্টগ্রামের চিড়িয়াখানায় সিংহ-সিংহীর বিয়ে
1/4

বাংলাদেশের চট্টগ্রাম শহরের চিড়িয়াখানায় এক অভিনব দৃশ্য দেখা গেল। সিংহী নোভার সঙ্গে নবাগত সিংহ নভ-র বিয়ের আয়োজন করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিয়ের যাবতীয় রীতি মেনে হল এই অনুষ্ঠান। ‘পাত্র-পাত্রী’-র জন্য ১০ কেজি ওজনের একটি মাংসের কেক রাখা ছিল। প্রায় ৪০০ জন নিমন্ত্রিত ছিলেন এই বিয়েতে।
2/4

নোভা ও নভ-র বিয়ে উপলক্ষে চট্টগ্রামের চিড়িয়াখানাটিকে সাজানো হয়েছিল। বিয়ের আগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে স্কুলের বাচ্চাদের নিয়ে আসা হয়।
Published at : 22 Sep 2016 09:41 PM (IST)
View More






















