বাংলাদেশের চট্টগ্রাম শহরের চিড়িয়াখানায় এক অভিনব দৃশ্য দেখা গেল। সিংহী নোভার সঙ্গে নবাগত সিংহ নভ-র বিয়ের আয়োজন করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিয়ের যাবতীয় রীতি মেনে হল এই অনুষ্ঠান। ‘পাত্র-পাত্রী’-র জন্য ১০ কেজি ওজনের একটি মাংসের কেক রাখা ছিল। প্রায় ৪০০ জন নিমন্ত্রিত ছিলেন এই বিয়েতে।
2/4
নোভা ও নভ-র বিয়ে উপলক্ষে চট্টগ্রামের চিড়িয়াখানাটিকে সাজানো হয়েছিল। বিয়ের আগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে স্কুলের বাচ্চাদের নিয়ে আসা হয়।
3/4
চট্টগ্রামের সরকারি আধিকারিক মেসবাউদ্দিন বলেছেন, এই সিংহটিকে রংপুর জেলার চিড়িয়াখানা থেকে আনা হয়েছে। নোভা এতদিন একাই ছিল। তার সঙ্গে মিলন ঘটিয়ে সিংহ শাবকের জন্ম দেওয়ার উদ্দেশ্যেই সিংহটিকে আনা হয়েছে। তার নাম ছিল বাদশা। তবে চট্টগ্রামে আনার পর তার নতুন নাম দেওয়া হয়েছে নভ।
4/4
চট্টগ্রামের এই চিড়িয়াখানাতেই নোভার জন্ম। তার বয়স এখন ১১ বছর। জন্মের পর থেকে কোনও সিংহর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়নি সে। এতদিনে তার সঙ্গীর খোঁজ পাওয়া গেল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, নোভা ও নভ-র মিলনে শাবকের জন্ম হবে।