২টি আসনে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। ৪০ বছর ধরে কংগ্রেস এখানকার সবথেকে বড় দল। এখানে হারলে উত্তর পূর্বাঞ্চলের আরও একটি রাজ্য হারাবে তারা।
2/5
ত্রিপুরা ও নাগাল্যান্ডের তুলনায় এখানে বিজেপির ফল ততটা ভাল নয়।
3/5
মেঘালয়ে আসন সংখ্যা ৬০, তবে ভোট হয়েছে ৫৯টি আসনে। উইলিয়ামনগর কেন্দ্রে এনসিপি প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হয়নি।
4/5
২০১৩-র গত বিধানসভা ভোটে কংগ্রেস ৬০টির মধ্যে ২৯টি আসন পেয়েছিল। এনপিপি জেতে দুটি আসনে। বিজেপি সেবার খাতাই খুলতে পারেনি কিন্তু এবার তারা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ৪টি আসনে।
5/5
মেঘালয় বিধানসভা ভোটে কড়া লড়াই চলছে কংগ্রেস ও এনপিপির মধ্যে। এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে কংগ্রেস। তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে স্থানীয় দল এনপিপি।