দলের এই জয়ে উচ্ছ্বসিত বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। এদিন ভোট গণণার শুরুতেই তিনি দাবি করেছিলেন যে, রাজ্যে এবার জয়ী হবে বিজেপি-ই। তিনি বলেন, এমন কয়েকটি আসনেও বিজেপি এগিয়ে রয়েছে, যেখানে তাঁরা দল ভালো ফল করবে বলে আশাও করেননি।
2/7
বিজেপির জয়ে ত্রিপুরায় বামেদের ২৫ বছরের শাসনের অবসান ঘটল।
3/7
আগরতলার বিজেপি অফিসের চতুর্দিকে জনতার ভিড় দেখা যায়।
এদিন ভোটবাক্স খুলতেই বিজেপির সাফল্যের আঁচ পেতে শুরু করেন বিজেপি সমর্থকরা। তখন থেকেই উত্সব শুরু করেন তাঁরা।
6/7
২০১৩-র নির্বাচনে বিজেপি খাতাও খুলতে পারেনি ত্রিপুরায়। সেই বিজেপিই এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা দখল করতে চলেছে। দলের এই জয়ে উচ্ছ্বাস আগরতলা সহ পুরো ত্রিপুরায়।
7/7
ত্রিপুরার লাল দুর্গে গেরুয়া ঝড়। মোদি ম্যাজিকে আড়াই দশক পরে বাম দুর্গে পতন। সরকার গঠনের পথে বিজেপি। এখনও পর্যন্ত বিজেপি জোটের প্রাপ্ত ভোট ৫০ শতাংশ। সিপিএমের প্রাপ্ত ভোট এখনও পর্যন্ত ৪৫ শতাংশ। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি আইপিএফটি জোট। উত্তর-পূর্বের ছোট্ট এই রাজ্যে বড়সড় রাজনৈতিক পালাবদল ঘটিয়ে কার্যত শূন্য থেকে শিখরে পৌঁছল বিজেপি।