এক্সপ্লোর
রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান, তার আগে দেখে নেওয়া যাক গঙ্গাসাগরের কিছু ঝলক....
1/12

এখানেই শেষ নয়। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর ২টি ডুবুরি দলকেও গঙ্গাসাগরে মোতায়েন করা হয়েছে। এক-একটি দলে ১০ জন করে ডুবুরি রয়েছেন। তাঁরা হাই-স্পিড রবার জেমিনি বোটে করে সৈকতের চারদিকে নজর রাখছে। এছাড়া, কোস্টাল সিকিউরিটি নেটওয়ার্ক (সিএসএন)-এর মাধ্যমেও ইলেক্ট্রনিক সারভেল্যান্স চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।
2/12

এছাড়া, হলদিয়াতে বাহিনীর অপারেশন্স বেস থেকে ৩টি হোভারক্র্যাফটকে মোতায়েন করা হয়েছে। এরমধ্যে যে কোনও সময় ২টি সমুদ্র রয়েছে। একটি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
Published at : 14 Jan 2019 07:39 PM (IST)
View More






















