সল্ট পিপারকে অমিতাভের পছন্দ না হওয়ায় আরাধ্যা প্রস্তাব দিয়েছিল, তিনি তাহলে তার বোনকে পুষুন। তাতেও রাজি হননি ঠাকুর্দা। তাতে খুব অবাক হয়ে যায় সে।
7/10
রাস্তার এই বেড়ালটাকে প্রথম থেকেই দারুণ পছন্দ হয় আরাধ্যার। ঠাকুর্দাকে সে বলে বেড়ালটা পুষতে। অমিতাভ বলেন, বেড়াল পছন্দ করেন না তিনি। তাই আরাধ্যাই তাকে পুষতে শুরু করে, নাম দেয় সল্ট পিপার।
8/10
অমিতাভ জানিয়েছেন, এত ভিড়ভাট্টা দেখে একটু ভয় পেয়েছিল আরাধ্যা। তবে তার নজর ছিল তার পোষা বেড়ালের ওপর।
9/10
তবে এবার অমিতাভের সঙ্গে ছিল তাঁর ৫ বছরের নাতনি আরাধ্যা। ছিলেন ঐশ্বর্যাও।
10/10
প্রতি রবিবারের মত এই রবিবারও জলসা বাংলোর বাইরে ফ্যানদের সঙ্গে দেখা করলেন অমিতাভ বচ্চন।