এক্সপ্লোর
ইন্দোনেশিয়ায় মৃত তিমির পাকস্থলিতে মিলল প্রায় ছয় কেজি প্ল্যাস্টিক! কপালে ভাঁজ পরিবেশবিদদের
1/5

ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিশয় সংক্রান্ত সমন্বয়কারী মন্ত্রী লুহুত বিনসার পান্ডজৈতান বলেছেন, এই ঘটনায় প্ল্যাস্টিকের ব্যবহার হ্রাস সম্পর্কে জনসচেতনতা তৈরি হওয়া উচিত। একইসঙ্গে সমুদ্রকে রক্ষায় সরকারকে আরও কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগী করে তুলবে।
2/5

একটি গবেষণা অনুসারে গত জানুযারিতে সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চিনের পর ২৬০ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় চিনের পর বিশ্বের দ্বিতীয় প্ল্যাস্টিক-দূষণ বহুল দেশ। গবেষণা অনুসারে, প্রতি বছর এখানে প্রায় ৩.২ মিলিয়ন টন প্ল্যাস্টিকের বর্জ্য তৈরি হয় এবং এর মধ্যে ১.২৯ মিলিয়ন টন সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়। ছবি-এপি
Published at : 23 Nov 2018 04:42 PM (IST)
View More






















