এক্সপ্লোর
প্রত্যুষার শোকে ২ বছরের ছেলের সামনেই আত্মহত্যা মহিলার
1/5

প্রসঙ্গত, গত ১ এপ্রিল মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। বালিকা বধূ ধারাবাহিকে আনন্দীর চরিত্রে, নাচ বলিয়ে, বিগ বস-এ অভিনয় করেছিলেন তিনি।
2/5

টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার আগে কি অন্তঃস্বত্ত্বা ছিলেন? ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এমনই অনুমান চিকিত্সকদের। জেজে হাসপাতালে প্রত্যুষার দেহের ময়নাতদন্ত হয়েছিল। রিপোর্ট আসার পর চিকিত্সকরা মনে করছেন, প্রত্যুষা অন্তঃস্বত্ত্বা ছিলেন।
Published at : 07 Apr 2016 10:16 PM (IST)
View More






















