তাঁর বক্তব্য, প্লাস্টিকের স্যানিটারি ন্যাপকিনের জায়গায় ব্যবহার করা হোক বায়ো-ডিগ্রেডেবল প্যাড যাতে পরিবেশ সুরক্ষিত থাকে।
4/9
তাঁর কাছে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনের অফার ছিল। কিন্তু নিজে যে জিনিস ব্যবহার করেন না, তার বিজ্ঞাপন করেননি তিনি।
5/9
দিয়ার বক্তব্য, এ দেশে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার প্রচণ্ড দূষণ ছড়ায়। অথচ জেনেবুঝে চোখ বুজে থাকি আমরা।
6/9
স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি তিনি আর প্লাস্টিকের টুথব্রাশ ও প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করেন না।
7/9
দিয়া মনে করেন, পরিবেশ সংরক্ষণে সবরকমভাবে চেষ্টা করা উচিত। আর তা শুরু করা উচিত নিজেকে দিয়ে।
8/9
ব্যক্তিগত জীবনেও তিনি রীতিমত পরিবেশপ্রেমী। নিজের জীবন থেকে প্লাস্টিকের ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে দিয়েছেন দিয়া। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের উপকরণ দিয়ে তৈরি স্যানিটারি প্যাডও।
9/9
ইউএনও-তে ভারতের হয়ে এনভায়রনমেন্ট গুডউইল অ্যাম্বাসাডর হয়েছেন দিয়া মির্জা।