নীল ও রুক্ষ্মিণীর বিয়ে দেখাশোনা করেই হয়েছে বলে জানা গিয়েছে। যদিও, নবদম্পতি জানান, এই ক'দিনে তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছেন। ছবি সৌজন্য-ফেসবুক
2/8
রুক্ষ্মিণীর সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, নীল নিতিন মুকেশ হলেন তাঁর পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি বলিউডে রয়েছেন। ছবি সৌজন্য-ফেসবুক
3/8
অনুষ্ঠানের সূচনা হয়েছিল প্রাক-বিবাহ পার্টি দিয়ে। নীলকে দেখা গিয়েছিল 'কালা চশমা' ও 'কবিরা' গাইতে। ছবি সৌজন্য-ফেসবুক
4/8
কমলা লেহেঙ্গায় রুক্ষ্মিণীকে দুর্দান্ত লাগছিল। অন্যদিকে, নীল পরেছিলেন মেরুন রঙের শেরওয়ানি। সঙ্গে পাগড়ি। ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম
5/8
পুত্রবধূর প্রসঙ্গে পাত্রের বাবা নিতিন মুকেশ জানান, রুক্ষ্মিণীর মতোই একজনকে খুঁজছিলাম। নীলের জন্য আমরা যেমন পাত্রী চাইছিলাম, রুক্ষ্মিণী ঠিক তেমনটাই। ছবি সৌজন্য-ফেসবুক
6/8
তিনদিনের রাজকীয় অনুষ্ঠানের শেষে উদয়পুরে বিয়ে সারললেন বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশ। ছবি সৌজন্য- ফেসবুক
7/8
এর আগে মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানও ভীষণই জাঁকজমকের সঙ্গে হয়েছিল। ছবি সৌজন্য-ইনস্টাগ্রাম
8/8
নবদম্পতিকে আশীর্বাদ দিতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা এবং ঋষি কপূর। ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম